৫ই মে এর গনহত্যা ইতিহাসের নৃশংস গনহত্যা কয়েকজন ধর্ম বিদ্বেষী, ধর্ম নিয়ে কুৎসনা রটনাকারী, ধর্মকে বৃদ্ধাআঙ্গুলি প্রদর্শন করে দুস্কৃতিকারী বাংলায় স্বাধীন ভাবে মত প্রকাশের এই স্যোসাল মিডিয়াকে ব্যবহার করে ধর্ম নিয়ে দীর্ঘদিন যাবত কুৎসনা রটিয়ে আসছিল। যারা ৪/৫ মাস যাবত ব্লগে আছেন তারা ইতিমধ্যেই দেখেছেন। আর যারা দীর্ঘদিন যাবত ব্লগে আছেন তারা ব্যাপারটা ভাল করেই জানেন। এখানে ধর্ম নিয়ে কি কূৎসিত কথা প্রচার করা হয়। এ ক্ষেত্রে বাদ পড়ছে না কোন ধর্মই।
কি হিন্দু, কি ইসলাম ধর্ম। মডারেশন প্যানেল এর দুর্বলতার সুযোগে এ সময়টি বেছে নেয় অনেক দুস্কৃতিকারী।
দীর্ঘ দিন পর এটা সাধারন মিডিয়ায় আসে। সাধারন মানুষের চোখে পড়তে শুরু করছে এবার। এর আগে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী অনেক থাকলেও ব্লগ ব্যবহারকারীর সংখ্যা ৩ লাখের কাছাকাছি।
তাই ব্লগের ব্যাপারটা সবার কাছেই অস্পষ্ট থেকে যায়। কিন্তু সাধারন মিডিয়ায় এটি আসার পর সবারই চোখ পড়ছে ব্লগে। কিছু দুস্কৃতিকারী এই কমিউনিটি প্লাটফর্মটা ব্যবহার করে ধর্মকে বিভিন্নভাবে অবমাননা করছে। সরকার সাধারন মিডিয়ায় এটি আসার পর সেই দুস্কৃতিকারীদের গ্রেফতার করেছে। এখনও অনেকে ধরাছোয়ার বাইরে রয়েগেছে।
কিন্তু এ সমস্ত দুস্কৃতিকারী, ধর্মবিদ্বেষীদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন মহল এর নিন্দা জানাচ্ছে। কিন্তু যখন এই দুস্কৃতিকারীরা ব্লগকে ব্যবহার করে ধর্ম নিয়ে কূৎসনা রটাচ্ছিল তখন এ সুশীল জ্ঞানপাপীরা কোথায় ছিল? সবচেয়ে দুখজনক যখন হল এদের সাথে সুর মিলাতে শুরু করল বাংলা ব্লগের সবচেয়ে বড় আমাদের প্রিয় কমিউনিটি এই প্লাটফর্মটি ।
"৩ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।
এটি সামহ্যারের একটি নিতীমালার অংশ।
সামহয়্যারের নিতীমালাটি অহরহ লংঘন হচ্ছে।
সরকার যে কয়েকজন দুস্কৃতিকারীদের গ্রেফতার করেছে এদের যে আইনেই বিচার হউক এটা সরকারের বিষয়। কিন্তু এদের পক্ষ নেওয়া মানে প্রকারন্তে ধর্ম বিদ্বষীদের বাহবা দেওয়া, পিঠ চাপড়ে দেওয়া। ব্লগে দুটি স্টিকি পোস্ট ঝুলছে। ব্লগারদের হেফাজতে ইসলাম বা সাধারন ধর্মপ্রাণমুসলমানদের মুখামুখি হতে মাঠে নামতে বলা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।