আমাদের কথা খুঁজে নিন

   

ভুলতে পারি না ........

বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা

জীবনে আর কোন কষ্টের কথা মনে পড়ে না ..... আর কোন দুঃখ এত বেশী করে বাজে না ..... আর কোন অভিমানে গাল এত বেশী ফুলে উঠে না ..... শুধুমাত্র একটি কষ্টই যেনো ........ বুকের সমস্ত আধার পূর্ণ করে আছে..... শুধুমাত্র একটি দুঃখের আবাহনেই যেনো ........ জীবন স্রোত থেকে হারিয়ে গেছি...... একি শুধুই আমি ভুলতে চাই নি বলে নাকি নিয়তি এই কষ্টেই আমাকে পোড়াবে বলে এতকাল আর কোন কষ্ট দিতে চায় নি ..... কষ্টের নিদারুণ এক অঙ্গারে ফেলবে বলেই .... সুখের পনীর দিয়ে নিয়তি আমায় গড়েছিলো .... প্রভু দেখো ...এখনো আমি কাঁদছি ..... হাতের উলেটা পিঠ দিয়ে চোখ মুছছি অবিরাম .... আমিতো স্বীকার করেই নিয়েছি সব দোষ আমার .... আমিতো স্বীকার করেই নিয়েছি সব ভুল আমার ..... প্রভু আমায় ভুলিয়ে দাও, মানিয়ে দাও সেই কষ্ট, প্রভুআবার আমায় দাও তোমারি গজল গাওয়ার অধিকার.... কি জানি, এখন কোন কিছুই আর চেয়ে পাই না মৃত্যু চেয়েও পাই না, জীবন চেয়েও পাই না ।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।