আমাদের কথা খুঁজে নিন

   

ভুলতে চাইছি

স্বপ্নেরা থাকুক স্বপ্নের মাঝেই

প্রানটা যে আজ আনচান করে মনটা খুব উতলা, ভুলতে চাইছি তোমার যাতনা তবুও কি যায় ভোলা । ভুলতে চাইছি নেশাতুর চোখে আকাশের তারা গোনা, ভুলতে চাইছি অশ্রু বৃষ্টি করছি ঘুম কামনা । ভুলতে চাইছে সুজন তোমাকে চলে গেছ তুমি কবে, পারছি না তবু ভুলতে তোমায় এ হৃদয়ে আছো রবে । ভুলতে চাইছি বিবর্ন স্মৃতি কুয়াশার মত ধোয়া, ভুলতে চাইছি তোমার হাতের উষ্ণ কোমল ছোয়া । ভুলতে চাইছি ওপারের কথা বসে এপারের তীরে, কত চেনা মুখ হারিয়েছে আজ গভীর কালো তিমিরে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।