আমাদের কথা খুঁজে নিন

   

যাকাতের কাপড় নিতে গিয়ে পদপিষ্ট হয়ে ৩ জন নিহত : দল বেঁধে যাকাতের কাপড় দেয়া নিষিদ্ধ করা উচিৎ

প্রতি ঈদের মত আবারো ঘটলো সেই নির্মম ঘটনা। আবারো যাকাতের কাপড় নিতে গিয়ে পদপিষ্ট হয়ে ৩ জন নিহত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলছে, রাজধানীর ফকিরেরপুলে যাকাতের কাপড় সংগ্রহে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে তিন নারী মারা গেছেন। বৃহস্পতিবার বিকালে ফকিরেরপুলের ১০৫ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে বলে মতিঝিল থানার ওসি মো. হায়াতুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, “মালেক সাহেবের বাড়িতে যাকাতের কাপড় নিতে গিয়ে ভিড়ের চাপে পদদলিত হয়ে তিন মহিলা মারা গেছেন।

গুরুতর আহত হয়েছেন একজন। ” হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। প্রায় প্রতি বছর ই ঘটছে এ ধরণের ঘটনা। কিন্তু কোনো প্রতিকার নেই। আমরা যেন মেনে নিয়েছি এ ধরনের মর্মান্তিক বিষয় গুলো।

অথবা গরিব মানুষের জীবন বলে আমরা এ বিষয় গুলো নিয়ে ভাবার প্রয়োজন বোধ করি না। লোক দেখানোর মনোবৃত্তি থেকেই এ ভাবে দল বেঁধে যাকাতের কাপড় দেয়া হয়। দল বেঁধে যাকাতের কাপড় দেয়া আইন করে নিষিদ্ধ করা উচি View this link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.