আমাদের কথা খুঁজে নিন

   

যাকাতের চিঠি

মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা (পৃথক বালক-বালিকা শাখা) ৫, আউটার সার্কুলার রোড, রাজারবাগ, ঢাকা-১২১৭ বাংলাদেশ আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ, মহান আল্লাহ পাক উনার অসীম রহমতে প্রতিষ্ঠিত হয়েছে অত্র মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা। ‘মুহম্মদিয়া জামিয়া শরীফ’-এর অনন্য বৈশিষ্ট্যসমূহ হচ্ছে এই যে, একমাত্র অত্র প্রতিষ্ঠানেই ইলমে ফিক্বাহর পাশাপাশি ইলমে তাছাউফ শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে; যা শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ফরয। এই শিক্ষা প্রতিষ্ঠানে সম্পূর্ণ শরয়ী পর্দার সাথে বালক ও বালিকাদের শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। বালক শাখার শিক্ষক, কর্মকর্তা ও আমিলগণ উনারা প্রত্যেকেই পুরুষ এবং বালিকা শাখার শিক্ষিকা, কর্মকর্তা ও আমিলগণ উনারা প্রত্যেকেই মহিলা। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইসলামের নামে অনৈসলামিক কর্মকান্ড যেমন, মৌলবাদ, সন্ত্রাসবাদ, বোমাবাজী, হরতাল, লংমার্চ, কুশপুত্তলিকা দাহ ইত্যাদি হারাম ও কুফরীমূলক কাজের সাথে এবং এ ধরনের কোন প্রকার অবাঞ্ছিত সংগঠন বা দলের সাথে সম্পৃক্ত নয়।

বরং এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দৈনন্দিন আমল এবং মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত সব কিছুই সুন্নতের অলঙ্কারে অলঙ্কৃত। সর্বোপরি এই শিক্ষা প্রতিষ্ঠান আহলে সুন্নত ওয়াল জামায়াতের আক্বীদা ভিত্তিক কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা এবং ক্বিয়াস-এর আলোকে ইলম শিক্ষা দেয়া হয়। যার উদ্দেশ্য হচ্ছে বাস্তব জীবনে সুন্নতে নববীর আদর্শ প্রতিষ্ঠা তথা সঠিক ইসলাম কায়িমের মাধ্যমে মহান আল্লাহ পাক এবং উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি বা রেযামন্দী হাছিল করা। এই শিক্ষা প্রতিষ্ঠানে সমাজের বিত্তবানদের পাশাপাশি ‘গরিব এবং ইয়াতীমদের’ শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে ‘ইয়াতীমখানা এবং লিল্লাহ বোডিং’। সুতরাং আপনার যাকাত, উশর, ফিৎরা, কাফফারা, মান্নত, দান, ছদকা, কুরবানীর চামড়া বা তার মূল্য অত্র প্রতিষ্ঠানের লিল্লাহ বোডিংয়ে দান করাই হবে অধিক ফযীলতের কারণ।

বিশ্ববিখ্যাত আউলিয়ায়ে কিরাম উনাদের অভিমত হচ্ছে- মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ-এ এবং মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হাদীছ শরীফ-এ যেসব খাতে যাকাত, উশর, ফিৎরা, কাফফারা, মান্নত, দান, ছদকা, কুরবানীর চামড়া ইত্যাদি প্রদানের ব্যাপারে তাগিদ দিয়েছেন তার মধ্যে যারা ইয়াতীম ও গরিব ত্বলিবে ইলম অর্থাৎ ইলমে দ্বীন শিক্ষায় নিয়োজিত রয়েছেন তাদেরকে প্রদান করাই লক্ষ-কোটি গুণ বেশি ছওয়াব এবং মহান আল্লাহ পাক ও উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি বা রেযামন্দী হাছিলের উসীলা। কাজেই, আপনার যাকাত, উশর, ফিৎরা, কাফফারা, মান্নত, দান, ছদকা, কুরবানীর চামড়া বা তার মূল্য অত্র প্রতিষ্ঠানে প্রদান করে মহান আল্লাহ পাক এবং উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি হাছিল করুন। যাকাত সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকটি দেখতে পারেনঃ http://ahkamuzzakat.com/ উল্লেখ্য যে, আপনি ইচ্ছা করলে সরাসরি কর্তৃপক্ষের কাছে অথবা অত্র প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্টে আপনার দান জমা দিতে পারেন। একাউন্ট ১ Muhammadia Jamia Shareef, Account no- 1008514711001, IFIC Bank Limited, Naya Paltan Branch, Dhaka, Bangladesh. Swift Code: IFICBDDH একাউন্ট ২ Muhammadia Jamia Shareef, Account no -2000007569, Sonali Bank Limited, Malibag Branch, Dhaka, Bangladesh যাকাত প্রদানের ব্যাপারে যোগাযোগ করুনঃ ফোনঃ ৯৩৩৮৭৮৭, ৮৩৩৩৬৩৪, ৮৩৩২৭৮৪, ৮৩৩৩১৩৫ মোবাইলঃ ০১৭২০০১৪৬৮৬, ০১৭১১২৬৪৬৯৪, ০১৭১২৬৪৮৪৫৩, ০১৭১১২৩৮৪৪৭, ০১৭১১১৭৮৬৬১, ০১৭১২০০৪২৯৩, ০১৭১১২৭২৭৮২, ০১৭১১০৭৬৩৪৬, ০১৭৪৬১২১২৯৩, ০১৭১৩০০১১৮৩ ইমেইলঃ info@ ahkamuzzakat.com/ সাইটঃ http://ahkamuzzakat.com/ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.