প *** কাউকে টাকা কর্জ দেওয়া হয়েছে কিন্তু তার অবস্থা খুবই শোচনীয়। এখন যদি যাকাতের মধ্যে সে ঋন কেটে নেওয়া হয়, তাহলে যাকাত আদায় হবে না। কিন্তু যদি তাকে যাকাত দিয়ে দেওয়া হয় এবং তারপরতার কাছ থেকে আবার ঋন হিসেবে আদায় করে নেওয়া হয় , তাহলে যাকাত আদায় হয়ে যাবে । *** ঘরে কাজ কর্ম করে যে সব চাকর চাকরানি দাই প্রভৃতি থাকে তাদের কাজের পারিশ্রমিক হিসেবে যাকাত দেওয়া জায়েয হবে না । *** দু্ঃস্থ অভাবগ্রস্থদের কাপড় বানিয়ে দিতে, শীতের মওসুমে লেপ কম্বল বানিয়ে , বিয়ে শাদিতে তাদের প্রয়োজন পুরনে যাকাত থেকে ব্যায় করা য্বেতে পারে। *** কাউকে হকদার মনে করে যাকাত দেওয়ার পড় জানা গেলো যে , সে অমুসলিম তাহলে যাকাত আদায় হবে না।পনরায় দিতে হবে। ***ব্যাংকে রাখা আমানতের উপর যাকাত দিতে হবে। *** কেউ যদি পুরুষ্কার বা হাদিয়া হিসেবে নেসাব পরিমান অর্থ পায় এবংএক বছর অতীত হলে যাকাত দিতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।