পরিশ্রমে সার্থকতা খুজেঁই চলছি। কপাল দোষে একটা চাকুরী পেলাম। যখন যে দলই মতায় আসুক না কেন আমি তার আজ্ঞাবহ। আমাকে আজ্ঞাবহ করে রাখার জন্য করা হয়েছে স্বল্প বেতন ভোগী একজন কর্মচারী। তবে আমার হাতে তুলে দেওয়া হয়েছে চাঁদা বাজি আর সন্ত্রাসের লাইসেন্স।
আমি চাইলেই যে কারো থেকে টাকা নিতে পারি আবার যে কাউকে ধরে মারতে পারি। আমার শক্তি থাক আর না থাক আমি সর্ব সেরা। সবচেয়ে মজার ব্যাপার মতাসীন দলের যে মহাশয় আমাকে দিয়ে আপনাকে, উনাকে পেটায়, বাড়ী থেকে উচ্ছেদ করে নানাবিধ স্বার্থ হাসিল করে, সেই মহাশয় যখন বিরোধী দলে যায় আমি তখন তাকেও পেটাই তবে নিজের ইচ্ছায় নয়, উনার মত আরেক মহাশয়ের কথায়। যাকেও একদিন রাস্তায় ফেলে পেটাতাম। আমার ধর্মটাই হচ্ছে সরকারের তল্পি বাহক।
তাইতো বলি সময়ে সময়ে সরকার বদলায় কিন্তু আমি বদলাই না। প্রিয় পাঠক আপনার কাছে প্রশ্ন- এই আমি টা কে? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।