জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-ব্লগ ইত্যাদিতে কোনো ব্যক্তির ধর্ম নিয়ে কুটুক্তি করা মন্তব্য বা লেখা অনুমতি ছাড়া গণমাধ্যমে প্রকাশ করা যাবে না। এখন কেউ ধর্ম নিয়ে নানা কুটুক্তি করলেও সাংবাদিকদের অনুমতির জন্য কটাক্ষকারী ব্যাক্তির পেছনে `ভাই অনুমতি দেন অনুমতি দেন' করে ঘোরা লাগবে।কি আজব কাজ কারবার,অন্যায় প্রকাশ করতে অন্যায়কারীর অনুমতি লাগবে!! কিন্তু সরকার এটা ক্লিয়ার করেনি যে কোনো ব্যক্তি যদি প্রধানমন্ত্রী বা তার বাবাকে কুটুক্তি করে তার অন্যায় প্রকাশ করতে অন্যায়কারীর অনুমতি লাগবে কিনা........? নাস্তিকরা এবার লিখে যা মনের আনন্দে তোদের সরকার বৈধতা দিয়ে দিল.....অন্যদিকে তোদের লিখা আর প্রকাশ করা সাহস করবে না কারণ প্রকাশ করলেই অভিযোগে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মতো গ্রেফতার করে ১৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মাহমুদুর রহমানকে যতটুকু ভয় আওয়ামীলীগ পাইছে, ততটুকু যদি আল্লাহকে ভয় পাইতো, তাদের ইহকাল পরকাল দুটোই ভালো যাইতো। অত্যাচারীরা চিরকালই ভীরু। তবে যারা ভেবে নিয়েছেন আওয়ামীলীগ ৫০ বৎসর রাজত্ব করবে, তাদের একবার সাদ্দাম-গাদ্দাফীর মতো স্বৈরশাসক জনরোষে নির্মম কিভাবে পতিত হয়েছে তা একবার ভাবুন। আমার পক্ষ থেকে আওয়ামীলীগের জন্য রইল প্রাণ ঢালা ধিক্কার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।