মাঝে মাঝে মনে হয় ইংরেজ-পাকি-দের গোলাম হয়ে থাকলে ও এর চেয়ে ভাল হত; এখন স্বাধীনতা সেচ্ছাচারিতায় রুপ নিয়েছে। শুধু সরকার-প্রশাসন-আমলারাই নয়, পুরো দেশের মানুষেরা যে যাকে পায় লুটে-পুটে খাচ্ছে! দেশে নিয়ম-কানুন বলে কিছু নেই!! দাম বাড়লো সিএনজি-র, ভাড়া বাড়ল ডিজেল-পেট্রল-অক্টেন-এমন কি ব্যাটারি-চালিত যানবাহন-গুলোর ! ২-৩ টাকা না, পুরো দেড়-দ্বিগুণ !! নতুন বাজেট ঘোষণার আগেই সব জিনিসের দাম এক পশলা বাড়ল! বাজেট এর পর কি হবে এই অবস্থা?? দেশের এই দুরদশায় অস্থির হয়ে সব মেধাবীরা পাড়ি দিচ্ছে বিদেশে। কারন, এখন এই দেশে আর মেধার কদর নেই, এই দেশে সব মানবিক গুনাবলী এখন পাঠ্যপুস্তকে বন্দি। এখন এই দেশে চলে শুধু নাম-বদলের খেলা, কাজ সবার একই- খাও আর খাওয়াও! @হা/খাঃ- সময় এখনো ফুরিয়ে যায়নি; নেংটা শরীরে গয়না পড়ানো বাদ দেন, আগে পোশাক যোগাড় করেন !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।