আমাদের কথা খুঁজে নিন

   

ঝিনাইদহের শৈলকূপায় একই রশিতে ঝুলে প্রেমিক যুগলের আত্মহত্যা.......

দূরে অাছি......তার্হ ফেরা সহজ....কাছের মানুষ কখনো ফেরে না......... ঝিনাইদহের শৈলকূপায় একই রশিতে ঝুলে আরেক প্রেমিক যুগল আত্মহত্যা করেছে। শনিবার সকাল ৯টার দিকে শৈলকূপা উপজেলার মালিথিয়া গ্রামের রবীন্দ্রনাথ মণ্ডলের বাড়ির পাশে একটি আমগাছ থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। নিহতরা হলো- প্রতাপনগর গ্রামের নিধির কুমার মণ্ডলের ছেলে অসীম কুমার মণ্ডল (২১) ও ঠাকুর মালিথিয়া গ্রামের বীরেন্দ্রনাথ মণ্ডলের মেয়ে পূর্ণিমা রাণী মণ্ডল (১৭)। এর আগে ঝিনাইদহ সদর উপজেলায় একইভাবে এক প্রেমিক যুগল আত্মহত্যা করে। পুর্ণিমা লাঙ্গলবাঁধ আদিল উদ্দিন কলেজের প্রথম বর্ষের ছাত্রী এবং অসীম কুমার মাগুরা সরকারি সোহরাওয়ার্দি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব জানান, মালিথিয়া গ্রামের একটি আম গাছে একই রশিতে পূর্ণিমা ও অসীমের লাশ ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পূর্ণিমা ও অসীমের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেম চলে আসছিলো। কিন্তু তাদের পরিবার এ প্রেম মেনে না নেয়ায় শনিবার ভোররাতে তারা একই রশিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় শৈলকূপা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিহত প্রেমিক যুগলের পরিবার এ আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছে। পূর্ণিমার ভাই দেবব্রত মণ্ডল জানান, অসীম এবং পূর্ণিমা একই সাথে লেখাপড়া করতো। সেই সুবাদে অসীম প্রায়ই তাদের বাড়িতে আসা যাওয়া করতো। তবে অসীম ও পূর্ণিমার কোনো সম্পর্কের কথা তিনি জানতেন না। তাই আত্মহত্যা করার বিষয়টি তার কাছে স্পষ্ট নয়।

অসীমের কাকা সুধীর কুমার মণ্ডল সাংবাদিকদের জানান, শুক্রবার সন্ধ্যায় অসীম তার কাছ থেকে একশ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে সে আর বাড়ি ফেরেনি। সকালে তিনি আত্মহত্যার ঘটনা জানতে পারেন। এদিকে প্রেমিক যুগলের আত্মহননের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন গ্রাম থেকে মানুষ লাশ দেখার জন্য ঘটনাস্থলে ভীড় করে। উল্লেখ, গত ১০ নভেম্বর ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া গ্রামের আব্দুল মমিন ও শ্রীরামপুর গ্রামের সীমা খাতুন একইভাবে এক রশিতে ঝুলে আত্মহত্যা করে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.