আত্মাকে জানার চেষ্টা করছি আমার ছোট মাথায় কখনো ঢুকেনি-মানুষ সুস্থ মস্তিষ্কের হলে কিভাবে নিচের হিসাব মিলাবে--
১। শেয়ার মার্কেট : এটি সরকারের এমন এক রেকর্ড করা অপকর্ম যার প্রভাব মারাত্মক। আওয়ামীলীগ বুঝেনি। আপনি রিকসাওয়ালার পেটে লাথি দেন, সাথে সাথে হাউকাউ শুরু করবে। কিন্তু আপনি একজন মধ্যবৃত্তের পেটে লাথি দেন-একটা না দশটা লাথি দিলেও সে সহজে রা করবে না।
এদের সম্মানবোধ সবচেয়ে বেশি -মরে গেলেও সম্মান হারাতে চায় না। সেই মধ্যবৃত্তের পেটে একটা না দুইটা না ধমাধাম লাথি দেয়া হয়েছে আর সরকার সহানুভূতি তো দূরে থাক উপহাস করেছে-আর দুর থেকে দেখিয়ে দেখিয়ে বলেছে ঐ দেখ ফটকা বাজ। সেই মুখচোরা মধ্যবৃত্তের যন্ত্রনা কতটা অসহনীয় হলে লাখ লাখ মধ্যবৃত্ত থেকে কয়েক শ রাস্তায় নামতে পারে? তাও আবার সরকার আত্মতৃপ্তিতে ভুগেছে এই বলে -আরে এরা ত মাত্র কয়েকশ।
ভুলটা হয়েছে এই জায়গায়। বাংলাদেশের এই মধ্যবৃত্ত জনগোষ্ঠীই একমাত্র প্রভাব রাখতে সক্ষম জনগোষ্ঠী।
একজন দিনমজুরের কথায় সমাজে ১০ টা ভোট প্রভাবিত হয়না। কিন্তু মধ্যবৃত্তের কথায় ১০ টা ভোট প্রভাবিত হয়। আগামী নির্বাচনে এই এক একজন ১০ জন হয়ে দেখা দিবে - যারা চিল্লায় না, রাস্তায় নামে না।
২। পদ্মা ব্রীজ: জনগন কে রে? আমি প্রধান মন্ত্রী।
এখানেও জনগন অপমান হয়েছে। এখানেও পাত্তা পেলোনা হতভাগা জনগন । পাত্তা পেলে বুক কাপতো ঐসব অজুহাত দাড় করাতে। অজুহাত গুলা সবাই জানেন।
৩।
হলর্মাক: ৪০০০ কোটি টাকা-- আমার টাকা, আপনার টাকা, আপনার বাসার সামনে যে ফকিরটা শুয়ে থাকে তার টাকা-তার হক। নিমেষেই খেয়ে দিলো-সবার আত্মা কাপলো -হয়ত আল্লাহ তায়ালার আরশ কাপলো-কাপলো না আমাদের অর্থমন্ত্রীর আত্মা , সাথে সাথে তাকে ক্ষমতায়ান করা প্রধান মন্ত্রীর আ্ত্মা।
৪। সাগর রুনি: আল্লাহর আরশ কাপানো আরেক ঘটনা। মেঘ কে দেখেও বিবেক জাগলো না- বিচারও হলো না।
যারা দ্বায়িত্বে আছেন তারা বুকে হাত দিয়ে বলা লাগবে না শুধু চিন্তা করলেই হবে --আপনারা জন গনকে যা বুঝিয়েছেন তা কি জন গন কে থোড়াই কেয়ার করলে বলতে পারতেন? এখানেও জংন পাত্তা পায়নি। পাত্তা পেয়েছে তাদের ক্ষমতা।
আরো আছে। মুদ্দাকথা জন গনের আতে গা লাগানোর মত অনেক আত্মম্ভরীতা দেখতে হয়েছে। বাংলাদেশের মানুষ এই ব্যাপারে খুব হিংসুক।
তুমি সোনার পাহাড় এনে দাও -লাথি মারি তোমার সোনার পাহাড়ে যে খানে আমাদের দাম নাই
খুব দু:খ লাগে যদি আওয়ামিলীগ ক্ষমতায় না আসে। কারণ যারা আসবে তারা খুব ভাল না
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।