আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশ ভাইদের জনগনকে সেবা দানের পদ্ধতি পরিবর্তন হবে কবে ।



পুলিশ ও অপরাধীদের কে এদেশের মানুষেরা সর্বদা একে অপরের ভাই হিসেবেই জানত ,যার কারনে অপরাধীদের ব্যাপারে পুলিশ কখনোই কোন ব্যবস্থা গ্রহন করত না । এ সরকার আসার পরে আমরা ভেবে ছিলাম পুলিশ বাহিনীর ভাইয়েরা এবার হয়তো তাদের দায়ীত্ব পালন করবে কিন্তু কথা আছে চোরে না শুনে ধর্মের কাহিনী । আজ ১৩/১১/০৭ সকাল ৮.২০ মিঃ মৈৗচাক মোর হতে ভার্সিটিতে যাবার জন্য ১০ নম্বর বাসে উঠার জন্য অপেক্ষা করতেই বাস এসে গেল মানুষের প্রচুর ভীর থাকার কারনে হুরো হুরি করে সবাই বাসে উঠছে আমিও চেষ্টা করতে লাগলাম এমন সময় দেখি আমার সামনেই একটি ছেলে আরেক জনের পকেট থেকে মোবাইল বের করছে , আমি সাথে সাথে তার হাত ধরতেই সে মোবাইল ছেরে দিল যার ফোন সে তা কুড়িয়ে নিল । তাকে ধরার কারনে ৩জন লোক তার ব্যাপারে কথা বলছে ও উল্টো আমার কথা বলছে এরই মধ্যে অনেক লোক জরো হলো আমি যখন জোরালো ভাবে বললাম তখন ও তারা থামল না এরই মাঝে আমি জরো হওয়া মানুষকে বললাম আপনারা কিছু বলেন কিন্তু কিছুই বলেনি হঠাত এক তাবলিগি হুজুর আসলো । আমি সবাইকে বললাম আপনারা একে ধরূন আমি মোর থেকে পুলিশ নিয়ে আসি হুজুর নিজেকে পুলিশ বলল পরে বলল থানায় চলেন সব ঠিক হয়ে যাবে তখন ওই ৩ জনও আসলো কিন্তু পদ্মা ডায়াগনষ্টিক পার হবার পরই ৩জনের একজন পুলিশকে হাফিজ ভাই বলার সাথে সাথেই সে বলল আপনারা সমস্যা সমাধান করুন আমি চলে যাই ,আমি তখন পুলিশ ভাইকে বললাম আপনি থানায় নিয়ে চলেন / মালিবাগ মোর পর্যন্ত নিয়ে আসেন কিন্তু সে আমাকে বলল আপনার হাতে দিলাম আপনি যা পারেন করেন,এই বলে সে হাটা দিল আর তারা দৈৗর আমি তাকে বললাম আপনি চোর আপনাকে পুলিশের কাছে যেতে হবে পরে তাকে ট্রাফিক পুলিশের কাছে নিয়ে আসলে সে বলে তাকে চিনি ।সে নিজেকে প্রধান উপদেষ্টার দায়ীত্বপালনকারী একজন পুলিশ কর্মকর্তা বলেছে । বর্তমান সরকার জনগনকে সেবা দানকারি এধরনের পুলিশ কর্মকর্তাদের বিরূদ্ধে কি কোন ব্যবস্থা গ্রহন করবে না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.