আমাদের কথা খুঁজে নিন

   

মানবতা কাকে বলে? কত প্রকার ও কি কি? সেই ছবকই জনগনকে শেখাচ্ছে আওয়ামীলীগ

পথের সন্ধানে পথে নেমেছি.........
একদিকে সরকার মানবতা বিরোধী (?) কাজের বিচারের প্রহসন চালচ্ছে আর অন্যদিকে দিন দুপুরে প্রশাসনের সামনে লগি বৈঠা দিয়ে সেই মানবতাকেই পদদলিত করছে এবং আবার সাজা প্রাপ্ত ভয়ন্কর খুনিদের ছেড়ে দিয়ে উৎসাহিতও করছে। ৭২-৭৫ সময় কালে বিরোধী দলের ৪০ হাজার নেতা কর্মীর দাগ এখনও বাংলার মাটি থেকে শুকায়নি। কিন্তু আফসুস তাদেরই নেতা!?? ইনু, মেনন রা তা ভুলে গিয়ে মানবতা বিরোধী (?) কাজের বিচার চাচ্ছে। ধ্বিক! ঐ রাজনীতিকে, ধ্বিক! আর প্রজাতন্ত্রের গোলাম হয়ে, জনগনের টাকা খেয়ে প্রশাসনের কিছু কর্তা ব্যক্তি রক্তের হোলি দেখেও সরকারের পদ লেহনে ব্যস্ত। সাবাশ!!!আইজিপি সাব, সাবাশ!!!! হায়‍ রে অভাগা দেশ................... হায়রে অভাগা দেশের জনগন..........
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।