রেহমান আসাদ বৃষ্টি এলেই দেখা যায় রাজধানীর রাস্তাঘাট, বিভিন্ন এলাকা পানিতে ডুবে যায়। দুর্ভোগের শিকার হই সাধারণ মানুষ। যানজট যেমন নগরবাসীর জন্য বড় একটা সমস্যা তেমনি জলাবদ্ধতাও। দল ক্ষমতায় যাওয়ার আগে বা সিটি করপোরেশন নির্বাচনের আগে প্রার্থীগণ যেভাবে জ্বালাময়ী ভাষণ দেন তার ৫০ ভাগ কাজ যদি হত তাহলেও হয়ত এই দুটি সমস্যা থেকে একটু রেহাই পেত রাজধানীবাসী। আমাদেরও একটু সমস্যা আছে... আমরা প্রতিবাদ করতে পারি না। অথচ প্রতিবেশি রাষ্ট্রের দিকে তাকাইলেই দেখতে পাই তারা কতটা প্রতিবাদী। উনিশ তেকে বিশ হলেই প্রতিবাদ করতে রাস্তায় নেমে যায়। আর আমরা নিরবে দেখে যাই....জলাবদ্ধতার চিত্র দেখেন...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।