আমাদের কথা খুঁজে নিন

   

নিরবে বলে যাই

অজানা গন্তব্যহীন পথে হঠাৎ নানা ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ উদ্দ্যেশ্যের জন্ম হয় নিজের মাঝে, । সেই গন্তব্যহীন পথে নানা নতুন নতুন উদ্দ্যেশ্যের পিছনে আমার ছুটে চলা, আমার বিরামহীন পথ চলা। দেশের বাহিরে আছি বেশ কিছু দিন থেকে। বিদেশে যারা আছেন তারাই বুঝবো দেশকে আমরা কত মিস্ করি। দেশে যখন ছিলাম তখন হয়তো এইভাবে উপলব্দি করিনি।

অনেকে হয়তো আমরা বলি বিদেশে আছি বেশ আছি, আমার আর দেশে যাওয়ার দরকার নাই, দেশ নিয়ে ভেবে লাভ নাই। এটা আসলে রাগ অভিমানেই আমরা বলি। সে যাই হোক বিদেশে বসে আমরা দেশের খবর নেই। আমরা আর কিছু করি আর না করি, যখনি আলোচনা বা আড্ডায় বসি দেশের সাবিক অবস্থা নিয়েই বেশি আলোচনা করি। সবসময়ই চাই দেশের কোন ভাল খবর।

মন্টু ভাই , বিদেশে আমার বড় ভাই, বেশ কিছুদিনের পরিচয়। উনার সাথে আমার বেশ কথা হয়। উনার সাথে কথা বলি আর সব সময় নতুন কিছু জানা যায়। উনার কাছ থেকে সব সময় আশার বাণী শুনি। উনি কিন্তু দেশ নিয়ে বেশ আশাবাদী।

আজ সেই মন্টু ভাই হতাশ, কারণ একটাই বাংলাদেশে ভারতীয় ছবির আগ্রাসন। বাংলাদেশে ভারতীয় ছবির খবর নতুন নয়। এনিয়ে অনেক বিতক আর সমালোচনা হয়েছে। শুরু থেকেই ব্যপারটা ভালোভাবে নিতে পারিনি। আমাদের দেশের চলচিত্রের যা অবস্থা ছিল, আমাদের সবারই জানা।

এখন আর আগের অবস্থা নাই , আমাদের দেশে এটলিষ্ট ভালো ছবি হচ্ছে। আমাদের দেশিয় চলচিত্রের উন্নয়ন বাদ দিয়ে সরকার আজ বিদেশি ছবির ভিত্তি গড়ছে। শুধু ছবির বানিজ্যই নয়, এর সাথে জড়িত ভারতীয় পন্যের বাংলাদেশে প্রসার করা। আমাদের দেশীয় কোন টিভি যেখানে ভারতে দেখানো হয় না, সেখানে ভারতীয় টিভি চ্যানেল আমাদের দেশে ফ্রী দেখানো হয়। হিন্দি সিরিয়ালের জন্ত্রনায় আজ অনেকের সংসারে আগুন।

মহিলারা আজ সব কাজ বাদ দিয়ে সিরিয়াল নিযে ব্যস্ত। আমাদের দেশের টিভি চ্যানেল ভারতে না দেখানোর একটাই কারণ, তারা কখনো চায় না আমাদের দেশীয় পন্যের প্রসার তাদের দেেশ যাক। সবকিছুতেই বানিজ্য। শুধু আমরাই বুঝি না। হায়রে আমাদের রাজনীতিবিদ।

আজ বিষম মন খারাপ। যখন আমাদের দেশের জনগন ভারতীয় চলচিত্রের অগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার , সেখানে আদালত রায় দিচ্ছে এনিয়ে আন্দোলন করা যাবে না। আদালতের রায়ের বিপক্ষেও কিছু বলা যাবে না। তবে আদালত কি সবকিছু নিয়ন্ত্রন করে বা করবে, নাকি আদালতকে অন্য কেউ নিয়ন্ত্রন করে। কথাগুলো কিছুক্ষন আগে মন্তুভাইয়ের ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।