শূন্য দৃষ্টি মেলেছি আজ বাহির পানে
এসেছিলে নিরবে একান্তে,
শুন্য মরুর বুকে
সুখের আবাস দিয়ে
এক পশলা বৃষ্টি হয়ে।
ভরিয়েছিলে মনের কাননে,
রক্ত গোলাপ দিয়ে
আজ তা ঝড়েও ঝরেনি
মনের স্মৃতি থেকে।
পাথরের চেয়ে কঠিন
স্থির পাহাড়ের মত
যা হৃদয়ের পররে
দূলেছিল সে হৃদয়।
ভাবিয়েছিল গহীনে
ভালবাসার শেষ চূড়ায়,
স্বপ্নের মত করে
সাজানো জীবন।
কেষ্টর আঘ্ত হেনে
ছুটেছ সুখের পিছু
আমায় ফেলে একাকি,
আবারো আশার রুপে।
নিরবে এসেছিলে.....
নিরবে চলেগেলে...
নিরব করে সব স্মৃতী ..........
নিরব করে আমায়।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।