আমাদের কথা খুঁজে নিন

   

প্রসব বেদনা

একটি কবিতা প্রসবের বেদনা কেও বোঝে না শুধু বোঝে কবি নিজে মাথার ভেতর গিজগিজ করে ঘুরপাক খেতে থাকে শব্দগুলো জটপাকাতে থাকে কথার মালা গাঁথার তরে কোথাও সুতো কম পড়ে যায় কোথাও সূচের ফোঁড় দেয়ার জায়গা থাকে না মালা আর গাঁথা হয় না শব্দ জটের প্রসব বেদনায় কাঁতর কবি অসহায় যে-বেদনা লাঘবের ডাক্তার মেলা ভার নারীর প্রসব বেদনার তীব্র কষ্টের অনুভুতি কবির অনুভবের মাঝে রয়ে যায় একটি কবিতা প্রসব করার অপেক্ষায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।