no comment প্রথম জীবনে পেশা টিংড়ি ব্যাবসায়ী , তার পর অটো রিক্সা ড্রাইভার , মুদি দোকানদার , তারপর সিংগাপুর থেকে ফিরে এসে কাঁচা মালের দোকানদার পরে কম্পিউটার অপারেটর , দোকানের সেলসম্যান , উত্তরার হকার , জামগড়ার জুট ব্যাবসা/কার্টন পেপার ব্যাসা, প্রাইভেটকার ড্রাইভিং ,আবার কম্পিউটার অপারেটর , সর্বশেষ ঠিক করলাম মটর সাইকেল মেরামত মিস্ত্রি হব এবং সেই কাজের জন্য মনোনিবেস করছি নিজেকে । ভাবছি আর পেষা পাল্টাবনা এটাই শেষ পেষা হিসাবে নেব। মন অস্থির করে কোন কাজ সুন্দর ভাবে করা যায়না। আমি একটা পেশা নিয়ে পড়ে থাকলে যে কোন পেষাই আমাকে সচ্ছলতা এনে দিত । আমি সবসময় নিজের জিনিষ কে মুল্য দিতাম না সবসময় অন্যর টা আমার পছন্দ হত তাই সব পেষা ঘুরে দেখলাম কিসে কি আছে ।
ছোট বেলায় এতিম হয়েছিলাম পরিচালনা করার কোন লোক ছিলনা ৭ বছর থেকে স্বাধীন মত চলতাম কেউ বলার ছিলনা , মা বলত সবকিছু তোকে একবার দেখাব যেমন সিনেমায় একবার যাবি আড়ং এ একবার যাত্রা একবার শুধু জানবার জন্য জ্ঞান এর জন্য। মা এর উদ্দেশ্য ছেলের জ্ঞান বাড়ুক বিচক্ষন হউক । সব বিষয়ে জ্ঞান রাখতে গিয়ে অনেক সময় লস হল জানা হল দেখা হল শুধু পয়সা জমান হলনা। ৩২ বছরে আবার শুরু করতে হবে পয়সা উপার্জন , আবার শুরু থেকে শুরু করতে হবে। ১৮ তারিখে বাড়ি যাব স্থায়ী হব গ্রামে ।
একটা গ্যারেজ দেব এক মা এক আমি এক জিবন নিয়ে আবার শুরু করবো্। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।