যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়।
দুনিয়াত টিয়া কামানের যত ধান্দা আছে, সবগুলান অইল পেশা, আর যেহেতু ডাক্তররা ডাক্তর অইয়া মহাপাপ করছে, এল্লাইগ্যা ডাক্তরীডা অইল সেবা।
এইহানে আমগো বুজতে অইব-
পেশা ও সেবা ২ডা পুরা আলাদা জিনিস।
পেশা = যেই কাজ কইরা যেমনে খুশি যত্ত খুশি টিয়া বাগান জায়িয।
সেবা = হাজারো মেহনত কইরাও টিয়া লওন নাজায়িয।
নেতাগিরি ব্যবসা চাকরি পরিবহন আইনশৃঙ্খলারক্ষা শিক্ষকতা শিল্প ওকালতি নির্মাণ সাংবাদিকতা ইত্যাদি অইল পেশা, কারণ এইগুলা দিয়া মাইনষের সেবা করনের কুনু স্কোপই নাইকা, আর টিয়া না গিললা এইসব করন সম্ববও না, প্যাট চলব কেমতে, লালসা মিটব কেমতে, তাছারা বাপের টিয়া খর্চ কইরা মানুষ এইসব পেশায় আয়, এইডা উছুল করতে অইব না?
অইন্যদিগে ডাক্তরীঐ অইল জগতের ১মাত্র সেবা, যেহেতু এইহানে পিউরলি মানবের খিদমত করন যা, আর ডাক্তরের ত প্যাটই নাইকা, টিয়া ধুইয়া কি পানি খাইব নি, এল্লাইগ্যা আল্লাহর ওয়াস্তে মাইনষের খিদমত কইরা দুয়া আশির্ব্বাদ পাওনডাই ত যতেষ্ট। তাছারা ১মাত্র ডাক্তররাই পাবলিকের টিয়ায় প্রতিষ্ঠিত অইছে, বাপের টিয়ায় না, পাবলিকের টিয়া শোধ করতে অইব না ফ্রি খিদমত কইরা? আর যার এমুন সেবার মানসিকতাঐ নাইকা, হেরে কুন হালা কইছে ডাক্তর অইতে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।