আমাদের কথা খুঁজে নিন

   

পেশা

আমি কি বাংলাদেশী না বাঙালী .................... রাজনীতিবিদ হওয়া যেন দেশের শ্রেষ্ঠ পেশা পারো যতো নাও মিটিয়ে থাকতে টাকার নেশা । শিক্ষারগত যোগ্যতা !, নিশ্প্রয়োজন । নেই নীতির বালাই, ময়দানে নেতা সব মূগ ডালেতে কালাই । পড়ালেখা করে কেন সময় নষ্ট করো ? রাজনীতি করলে তবে গাড়ী ঘোরায় চড়ো । হাতি চাইলে হাতি পাবে, খাসী চইলেও উট অন্যথায়, পার্কে জীবন দশ টাকার বাদাম বুট ।

হীরক দেশের নেতা হবে, যা খুশী তাই বলবা সবই তোমার দান কেউ দেবে কি ! তাই বুঝি তুমি রাখবে নিজের মান । নিজের ঢোল নিজে পেটাও, যা ইচ্ছে বলে যাও, লুটো যতো পারো দেশ নেতার, নেতা দেশের লাগে যদি নেবো আরো । নেতার জীবন রঙীন যতো, ক্ষমতা তারও বেশী রাজনেতা বলে কথা , জীবন তো এক আয়েশী । হীরক দেশে রানীরাই সব, রাজাদের বড় অভাব ! তাই বুঝি আজ রানীদের মাঝে যন্ত্রনার যতো স্বভাব । রাজনীতিতে না হলে তুমি, হীরক রাজার মতো একটি আসন পাবে ঠিকই সরকারী কোষাগারে ।

সত্য কথায়, রাজনীতি আজ মিথ্যা যতো খেল নেড়া হলেও যাচ্ছে তবু গাছতলা এক বেল । -------------- --------------- -------------------- ------------------------ ---------------------------- ---------------------------- সব শকুনের দল রাজনীতির এক ছল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।