আমাদের কথা খুঁজে নিন

   

বর্তমান পাসওয়ার্ড জানা ছাড়া উইন্ডোজ 7 পাসওয়ার্ড পরিবর্তন করুন

বিভিন্ন পদ্ধতি থেকে Windows 7 পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন কিন্তু এর জন্য আপনাকে পূর্বের পাসওয়ার্ড জানতে হয়. আপনি যদি কোনো উইন্ডো অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারেন তাহলে আপনি পূর্বের পাসওয়ার্ড না জেনে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন. পদ্ধতি 1: Control Pane এ যান এবং Administrative Tools উপর ক্লিক করুন. এই বিভাগের অধীনে Computer Management এ ডবল ক্লিক করুন. right window pane থেকে System Tools নির্বাচন করুন. এই অনুযায়ী, Local Users and Groups এ ডবল ক্লিক করুন এবং তারপর Users এ ডবল ক্লিক করুন । এখন আপনি আপনার কম্পিউটার login accounts গুল দেখতে পাবেন. যে অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড আপনি পরিবর্তন করতে চান সেটির উপর Right click করুন এবং তারপর Set Password উপর ক্লিক করুন । একটি সতর্কতামূলক বার্তা প্রদর্শন করবে, Proceed বাটন এ ক্লিক করবেন. এখন আপনার নতুন পাসওয়ার্ড লিখুন এবং OK বাটনের উপর ক্লিক করুন. পদ্ধতি 2: আপনি যদি Command Line এ কাজ হতে ভালবাসা তারপর এই পদ্ধতি আপনার জন্য. স্টার্ট মেনু তে টাইপ করুন CMD এবং enter চাপুন। নিম্নলিখিত command টাইপ করে enter চাপুন। net user "Account Name" "Your New Password" এই কমান্ডে "Account Name" এ আপনার অ্যাকাউন্টের নাম (একাউন্ট নাম হল case sensitive) যার পাসওয়ার্ড পরিবর্তন করতে চান এবং "Your New Password" এ আপনার নতুন পাসওয়ার্ড লিখুন. এখন যদি সব ঠিক থাকে তবে আপনি “The command completed successfully” লেখা দেখতে পাবেন , টাইপ "exit command" এবং enter চাপুন। এটি আপনার বর্তমান পাসওয়ার্ড রিসেট করবে.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.