বম ভোলানাথ
আকাশ আমায় শিক্ষা দিল
উদার হতে ভাইরে।
বাতাস বলে ফিসফিসিয়ে
উদার হতে নাইরে।
দিন গিয়েছে দিন এসেছে
আগের দিনতো নাইরে।
বড় এখন হতে গেলে
শক্ত খুটি চাইরে।
মামার জোর আর টাকার জোরে
বড় হবার মন্ত্র ঘোরে।
এই জামানায় সত্যবাদীর
কথা শোনে শুধুই বধির।
দয়া আর দাক্ষিন্যতাও
অন্ধ ছাড়া দেখেনা আর।
কর্মী হবার মন্ত্রনাটাও
দেবার লোকযে নাইরে।
আমরা শুধুই গরীব যারা
ফ্যালফ্যালিয়ে চাইরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।