প্রত্যায়ক জুম্মা হযরত ইমরান ইবনে হোসাইন (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, আমার উম্মতের মধ্যে সর্বোত্তম যুগ ও জামাআত আমার যুগ ও জামাআত, তারপর ঐ যুগ সংলগ্ন যুগ, তারপর এ দ্বিতীয় যুগ সংলগ্ন তৃতীয় যুগ। এ যুগটির উল্লেখ হুযুর (সাঃ) করেছিলেন কিনা সে সম্পর্কে বর্ণনাকারী সন্দিহান রয়েছেন। হুযুর (সাঃ) বলেছেন, এসব উত্তম যুগ চলে যাওয়ার পর এমন যুগের সৃষ্টি হবে যে, সাক্ষী না বানালেও সাক্ষ্যদানে দৌড়ে আসবে, খেয়ানত করতে অভ্যস্ত হবে, আমানতের নির্ভরযোগ্যতা একবোরেই হারিয়ে ফেলবে, আল্লাহর নামে মান্নত করেও তা পুরা করবে না, দৈহিক মোটা হওয়ার অভিলাষী হবে এবং মোটা হতে থাকবে। আল হাদীস- বোখারী শরীফ এখন আমরা কোন যুগে আছি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।