আমাদের কথা খুঁজে নিন

   

বর্তমান



আমি কেমন যেন হয়ে যাচ্ছি। সবার থেকে আলাদা, নিজের ভেতরে নিজে কিভাবে যেন গুটিয়ে যাচ্ছি। চরম বেঈমান ও স্বার্থ্পরের মতো বন্ধুদের থেকে আলাদা হয়ে যাচ্ছি। জানি এতে তাদের কোন ক্ষতি হচ্ছে না, বরং আমি তাদের মাঝে আমার স্থানটা হারিয়ে ফেলছি। কে দায়ী আমার এই পরিবর্তনের পেছনে ? আমার পরিবার ? না আমার হতাশা ? হ্যা, হতাশাই মনে হয় আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে।

ইদানীং চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছি। কিছুতেই মনকে কোন কিছুর উপর স্থির করতে পারছি না। যেকোন জায়গাতে গিয়েই একরকম ইনফের্ওরিটিতে ভুগছি। সব জায়গাতেই এক অদৃশ্য শেকল আমার পায়ে জড়িয়ে পড়ছে। যতই তা ছাড়াতে যাই ততই তা আমাকে আষ্টেপৃষ্ঠে বেধে ফেলছে।

জড়িয়ে যাচ্ছে আমার ব্যক্তিসত্ত্বা পর্যন্ত। কিভাবে মুক্তি মিলবে এর থেকে? হঠাৎ হঠাৎ নিজেকে বিশ্বের সবচেয়ে একা মানুষ মনে হয়। একাকীত্বের যন্ত্রনা না সওয়া যায় না ভুলে থাকা যায়। মনে হয় চারিদিকের অন্ধকার আমাকে গ্রাস করতে আসছে। আমার অন্যতম দোষ হলো চুপ করে থাকা।

নিজের কষ্ট, দুঃখ অন্যের সাথে শেয়ার করি না। আর করলেই তো সেই "ঠিক হয়ে যাবে, ব্যাপার না, আমি/আমরা আছি না" টাইপের হুদাই স্বান্ত্বনা !! সৃষ্টিকর্তার এক আজব খেলার গুটি হয়ে এই কোর্ট থেকে ওই কোর্টে ছুটে চলেছি সারাক্ষন। কি করবো আমি, কিভাবে হতাশার সাথে যুদ্ধ করে জয়ী হবো ?? কিভাবে ?? কবে??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.