বর্তমান? এই বর্তমান কি করে হয় এমন- তারই সন্ধান নাকি মেলে সুদূর অতীতে। অতীতেরই বা কি কারণে হয় এমন বর্তমান। এই যে এমন ফল ফলে- কোন সে বৃক্ষে জনম তার? পূর্ব পুরুষের এত পূন্য শুনি-আমাদের উপরে কারা চাপায় এই পাপ? পাপেরও কি তবে পূর্বপুরুষ ছিল? যেন কত ধন পূন্যবলে অর্জেছে পূর্ব পুরুষ। তবু সেই ধন, এত সাধের যত ধন হারায় কি করে এমন-কণামাত্র অবশেষ নাই তার আজ। বল তবে, কি সে কারণ- তবে কি সে পাওয়ার মাঝে কোন ফাঁক ছিল? বল? কোন সে গোপন রন্ধ্র পথে হারায় সে ধন-বল দেখি যত পূর্বপুরুষ প্রতিনিধি বল বল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।