আমাদের কথা খুঁজে নিন

   

বর্তমান আমি

কুষ্টিয়ার ভেড়ামারার আধ্যাত্মিক সাধক হযরত সোলাইমান শাহ্ চিশতী (রঃ) মাজারে ৩ দিনব্যাপী ওরশ মোবারক আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। বর্তমান আমি হঠাৎ করেই চেনা পথে হয়ে গেল দেখা রঙধনু সাতরঙা আবীরে চোখ তোমার আঁকা ও’চোখের ভাষা এখন বুঝতে ভীষণ কষ্ট হয় বর্তমান শক্ত প্রাচীর হয়ে বলে স্মৃতি যাতনাময়! জীবন মানেই কিছু প্রেম, কিছু জ্বালা গলায় পরেছি দোদুল্যমান বর্তমান নামক তাজা ফুলের মালা! এখন আমি মেঘ হব, হব আমি নদী বর্তমানকে সাথি করে অদেখা ভবিষ্যতের পথে বয়ে যাব নিরবধি- সব সুখ তোমার হোক বিধাতার কাছে এ’কথা নিলাম দুঃখ-কষ্ট যা কিছু আছে আমি দ্বারা চালিত পুঁজি ব্যাংকে জমা দিলাম। নিজের সাথে যুদ্ধ আমার, নিজের সাথেই সন্ধি বর্তমান বেষ্টিত চার দেয়ালে নিজেকে করেছি বন্দি। প্রেম মানে নদী হয়ে যাওয়া মাটির বুকে আকাশের বিলীন হওয়া। মাঝে মাঝে সেই প্রেম করে জ্বালাতন অতীতে উড়িয়ে নিয়ে যায় যখন-তখন! কবে কার সেই কথা এসেছিলে চুপিসারে আমার জীবনে কথা দিয়েছিলে আমারই রবে অন্য কেউ আসবেনা তোমার ভূবনে। আবেগ আপ্লুত ভালবাসা আর কামাতুর চোখের চাউনিতে খুলে যায় আমার দেহপল্লব ফুলের পাপড়ির মত পরতে পরতে। কুসুমিত, পল্লবিত, শিহরিত মন আমার মেঘের ভেলায় ভেসে ভেসে, চুপটি করে, ঘাপটি মেরে, উঁকি দিয়ে দেখে আসে সুসজ্জিত সবুজ হৃদয় তোমার। সময়ের বৈরি হাওয়া এলোমেলো বাতাস মনকে দুই যুগ করে দিল উদাস বাস্তবতার যাঁতাকলে আমি হলাম পিষ্ট অতীতের রঙচটা ঝাঁপি খুলে দেখি নেই কিছু অবশিষ্ট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.