আমাদের কথা খুঁজে নিন

   

বর্তমান...

বারবার সেই এক পথে পা বাড়ানোটা, একটা অভ্যেস হয়ে গিয়েছে... অভ্যেস ঠিক না...বলা যায় ভাঙা স্বপ্নের টুকরোয় বারবার নিজের প্রতিফলন দেখতে ইচ্ছে করে... ক্ষণিকের সে পথের শেষ সীমায় কি আছে তা জেনেও আবার সেই এক'ই পথে পথচলা... শেষ'টা যে কখনোই ভালো ছিল না, তা জানতাম ঠিকই... সে পথের প্রতিটা মুহূর্ত আমার জানা, প্রতিটা বাঁক চেনা হয়ে গিয়েছে সে অনেক আগেই... তবুও, সেই সে পথে আমি আবারও হেঁটে চলি...আবারও অপেক্ষায় থাকি শেষ'টা দেখার জন্যে... আর কষ্ট, সে অনুভূতিটা এখনো মনের সম্পূর্ণটা জুড়ে থাকলেও, অনুভূতিটাকে অগ্রাহ্য করেই আবার পথে চলতে থাকি... প্রতিনিয়ত আরেকজনের মাঝে নিজেকে বিলীন করে দিয়ে, আমি আমার পথে অবিরাম ছুটে চলি...আমার ভেতরের শেষ স্বপ্ন, পর্যন্ত বিসর্জন দিয়ে... নিজের কথা ভাবতে গেলে নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে হয়... ঘৃণা হয় নিজ স্বত্বার উপর... মাঝে মাঝে ইচ্ছে হয়, নিজের সুখের জন্যে একটু স্বার্থপর হই, কিন্তু আজ অবধি তা কখনোই করা হয়ে ওঠেনি... সেই সে আমি, সেই আগের আমি'তেই পড়ে রয়েছি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.