আমাদের কথা খুঁজে নিন

   

বাঙালি বনাম কতিপয় আদিবাসী এবং বাঙালি-------

নিজেকে জান এবং প্রয়োগ কর-- রাস্তাঘাট আর মাঠ ময়দান পেড়িয়ে যুদ্ধ এখন ফেসবুক প্রান্তরে ।। শুধু একজন বীর বাঙালি লড়াই করে যাচ্ছে কয়েক জন মানুষ যারা নিজেদের আদিবাসী বলে দাবি করে এবং তাদের সাথে যোগ দিয়েছে কতিপয় বাঙালি। ^^যুদ্ধের সূচনা একটা গারো মেয়ের ফেসবুক স্ট্যাটাস দিয়ে।সাথে সাথে শুরু হয় প্রতিবাদ (প্রতিবাদি বাঙালি) এবং উৎসাহ (পক্ষবাদি বাঙালি...... এই পর্যায়ে এসে শুরু হয় পাল্টাপালটি আক্রমণ----সাথে সাথে কতিপয় বাঙ্গালি আদিবাসী দাবিদারদের দিতে থাকে উৎসাহ--- যুদ্ধের এই পর্যায়ে মেয়েটি তাদের দুঃখগাথা প্রকাশ করে এবং তার সাথে তাল মিলায় তারই এক সহচরী.... হঠাৎ করেই এক মহাজ্ঞানীর আবির্ভাব ....বিশাল এক মহাকাব্য লিখে জানিয়ে দিল তোমাদের ভাত শেষ----এখন মুরি খাও------ বাঙ্গালিদের সম্পর্কে তাদের কোন ধারনাই নাই----তারাও যে কম যায় না সেটা মহাজ্ঞানীকে বুঝিয়ে দেয়ার জন্য রচনা করে ফেলল বিশাল একটা গবেষণাপত্র---- + +

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.