আমাদের কথা খুঁজে নিন

   

আমি বাঙালি

জীবন যুদ্ধে জয় পরাজয়ের মাঝে দোদুল্যমান আমি লজ্জিত আমি বাঙালি আমি লজ্জিত কারণ এদেশে রাজাকার আজ ঈশ্বর সমতুল্য আমি লজ্জিত কারণ এদেশে রাজাকারের বাড়ছে পদমুল্য। আমি লজ্জিত কারণ রাজাকার আজ লাল সবুজের পতাকা উড়িয়ে গাড়িতে ছোটে, আমি লজ্জিত কারণ এদেশের তরুণ সমাজ আজো তাদের পিছনে ছোটে। আমি লজ্জিত কারণ আমি শুনেছি লাখো শহীদের কান্না আমি লজ্জিত কারণ ধর্মের দোহায় দিয়ে কিছু বাঙালি আজ ঐ রাজাকারের বিচার চায় না। আমি লজ্জিত কারণ আমি রাজাকারের মুখে মুক্তির হাসি দেখেছি আমি স্তম্ভিত কারণ আমি বিচার না পাওয়া বিরঙ্গনার অশ্রু দেখেছি। আমি গর্বিত আমি বাঙালি আমি গর্বিত কারণ আমি রাজাকারের সাথে আপোশ করি নি।

আমি গর্বিত কারণ আমি বিচার না পেয়ে বিক্ষুব্ধ লাখো তরুণের ঢল দেখেছি, আমি গর্বিত কারণ আমি শাহবাগে একখন্ড সোনার বাঙলা দেখেছি। প্রতিটি শহরের মোড়কে আমি শাহবাগ দেখেছি। আমি গর্বিত আমি বাঙ্গালি। আমি অন্যায়ের কাছে মাথা নোয়াতে শিখিনি আমি লাখো শহীদের রক্তের ঋণ ভুলে যেতে পারিনি। তোরা পারবিনা আমাকে দমাতে তোরা পারবিনা আমায় থামাতে, যতক্ষণ এ বুকে আছে প্রাণ আমি চিৎকার করে বলে যাব, জামাত শিবির রাজাকার এই মূহুর্তে বাংলা ছাড়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.