উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি
কবে আসবে মুখর সেই ক্ষণিকের শুকনো পাতার মচমচ
ম্যাচবাক্সের খালি খোলের ভেতর নেচে উঠবে
প্রথা বিরোধের চজ্ঞ্চলতা
ধীরে ধীরে ছিন্ন হবে কাঠি থেকে আলোর প্রভাব
অক্ষুব্ধ জনতার কালো চোখের নিচে
দাঁড়িয়ে থাকবে শান্তস্থির কুচকানো রীতির মর্যাদাবোধ
দোলায়িত হাওয়ায়
দ্রুত নাগরিক গালে ছড়িয়ে যাবে পানির ছাট
নগরের তাবৎ দাম্পত্যকলহের পরবর্তী সময়ে
ঘনিষ্ঠ টেবিলে
জড়ো হবে – ব্যথিত সকল সজ্ঞ্চারিত হাত
একটি বাড়ির সীমানায় দাঁড়িয়ে থেকে রাতের আবর্তে
ঘুমিয়ে যাবে বন্ধনের মৃদুতরঙ্গ
মনে পড়তে থাকবে অচজ্ঞ্চল গ্রাম্যতা, স্নেহ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।