আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাকারের সাথে আমার যুদ্ধ...............

এখনই, নয়তো কখনই নয়...। বাসায় বিটিসিএল এর কানেকশান আর সাথে ওয়াই-ফাই রাউটার। একদিন দেখি আমার রাউটারের নামটা ডিফল্ট হয়ে আছে। কনফিগারেশন অপশন দেখে আমার মাথায় হাত। রাউটারের সিক্যুরিটি সম্পূর্ন ওপেন।

মনে হলো আসেপাশের কোন পন্ডিতে ঘটনাটা ঘটিয়েছে। যাই হোক এবার আরো কঠিন পাস ওয়ার্ড দিলাম ওয়ারলেস সিক্যুরিটি অপশনে। কিন্তু দিন দুই একের মধ্যে আবার একই ঘটনার পূনরাবৃত্তি। ঠান্ডা মাথায় চিন্তা করতেই বুঝলাম আসল ভেজালটা আমিই করেছি। মানে বাড়ির ভেতরের ঘরে যতই তালা লাগাই না কেন সদর দরজায় তালা না লাগালে সব নিরাপত্তাই অর্থহীন।

রাউটারের কনফিগারেশন অপশনের পাসওয়ার্ডটাই ডিফল্ট করে রেখেছি। সেটার সুযোগই কেউ একজন নিচ্ছে। এই পাসওয়ার্ডটা তো পরিবর্তন করলামই সেই সাথে রাউটারের ডিফল্ট আইপি এড্রেসও পরিবর্তন করলাম। আবারও সাত দিনের মাথায় আমার রাউটার আবারও ওপেন। পন্ডিত যে আসলেও পন্ডিত তা বুঝলাম।

মাথায় কিছুই আসছিল না। চুড়ান্ত অসহায় অবস্হা। তারপর একটা আইডিয়া মাথায় আসলো। এবার কনফিগারেশন অপশনে ব্রডকাস্ট এসএসআইডি আনচেক করে দিলাম যাতে পন্ডিত আমার রাউটার যে নাম সেটাই যেন জানতে না পারে। এখন পর্যন্ত শান্তিতে আছি।

হ্যাকার পন্ডিতের পান্ডিত্য এখন চ্যালেন্জ্ঞের মুখে.........। :-) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.