শূন্য দৃষ্টি মেলেছি আজ বাহির পানে
ইন্টারনেট নিরাপত্তা সংস্থা "সোফোস"-এর বিশেঞ্জ গ্রেম ক্লুলি হ্যাকারদের মাধ্যমে কম্পিউটার ব্যবহার কারিদের গোপন তথ্য বেহাত বা ফাঁস হওয়া নিয়ত্রনের ব্যাপারে কয়েকটি টিপস দিয়েছেন।
ইন্টারনেট যেহেতু একটি মুক্ত যোগাযোগ ব্যবস্থা,তাই ব্যাংক কখনো কোনভাবেই ইমেইলের মাধ্যমে আপনার ব্যাক্তিগত তথ্য চাইবে না। যদি দেখেন এ রকম কিছু চাচ্ছে ,তবে সেই মেইল সাথে সাথে মুছে দেওয়া উচিত এবং সেঙ্গ সঙ্গে তা ব্যাংকে জানানো উচি প্রয়োজন ।
ধরুন , একটি ই-মেইল এসেছে এবং তাতে কোন একটি ফাইল অ্যাটাচড করা আছে।
এ ক্ষেত্রে প্রেরকের পরিচয় সম্পর্কে ১০০ শতাংশ নিশ্চত না হলে তা কোনমতেই খুলে দেখা উচিত নয় বা নামাবেন না।
এমনকি কোন সংযুক্তি থাকলে তাতে ক্লিক করা উচিত নয়।
অনলাইনে কেনাকাটার সময় খেয়াল রাখা উচিত ,কম্পউটারের পর্দার নিচে ডানপাশে একটি প্যাডলক বা তালার চিহ্ন রয়েছে কিনা?থাকা মানে হচ্ছে যে ওয়েবসইট থেকে পন্য কেনা হচ্ছে তা একটি নিরাপদ ওয়েবসাইট। ঐ চিহ্ন না থাকিলে কোন কিছু কেনা ঠিক হবে না। অবশ্য ঐ তালার চিহ্ন আজকাল নকল হচ্ছে। চিহ্নটি যেখানে থাকার কথা ,সেখানে নাথাকলেই বুঝাযাবে জালিয়াতির খপ্পরে পরা হচ্ছে।
..................................
..................................
....................................................
.....................................................................
......................................
...................
.............
.........
.......
................
................................
.................................................
..............................................................................
................................................................................................
(....মনে হয় এইসাইটে লেখা ঠিক হল না )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।