ভালো লাগে সরলতা, নির্মলতা, বন্ধুত্ততা, মিষ্টি হাসি, কোমলতা, গাছগাছালী লতাপাতা, এই তো। প্রতিভাবান একজন হ্যাকার "utlob taN"। এই কথোপকথনে বেরিয়ে এসেছে উনার জীবনের নানান রোমাঞ্চকর তথ্য।
প্রশ্ন : আপনার মূল্যবান কিছু সময় আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ। কেমন আছেন?
utlob : আপনাকেও ধন্যবাদ।
ভাল আছি।
প্রশ্ন: আপনার হ্যাকিঙের শুরুটা কখন থেকে?
utlob: তা প্রায় ৩-৪ বছর তো হবেই।
প্রশ্ন: শুরুটা কেমনে সেটা যদি বলতেন?
utlob: আসলে সাইবার ক্যাফে বেবসা শুরু করার পর থেকেই বলতে পারেন।
প্রশ্ন: অসাধারণ। আপনার এমন বোম হ্যাকার হয়ে উটার পেছনে কার অবদান সবচেয়ে বেসি? কিংবা মূল রহস্যটা কি?
boltu: সেই সফটওয়্যার যেটা আমার সাইবার ক্যাফের সব পিসি তে ইন্সটল করা আছে।
প্রশ্ন: বলেন কি? তা এই সফটওয়্যারের কাজটা কি?
boltu: ক্যাফেতে আসা সব কাস্টমারদের আইডি পাসওয়ার্ড সেভ করে রাখা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।