হিন্টস
এফবিআই সম্প্রতি এক অন্ধ হ্যাকারকে গ্রেফতার করেছে যে কিনা কৈশোর থেকেই হ্যাকিং এর অপরাধের সঙ্গে জড়িত ছিল। সম্প্রতি একটি টেলিফোন সিস্টেম হ্যাকিং করার সময় ভ্যারাইজোন অনুসন্ধানকারী এক কর্মকর্তা তাকে হাতে নাতে ধরে ফেলেন, ফলাফল ১৩৫ মাসের হাজত বাস! খবর একাধিক মার্কিন ওয়েবসাইটের।
"ক্ষুদে হ্যাকার" খ্যাত ম্যাথু ওয়াইম্যান নামের এই হ্যাকার ছিল এক টেলিফোন হ্যাকার দলের সদস্য, যাদের কাজই ছিল জাল বা নকল নাম্বার ব্যবহার করে ইমার্জেন্সি কল করা যাতে কল গ্রহণকারীরা বিভ্রান্তিতে পড়ে যেতেন এই মনে করে যে, কলটি বুঝি অন্য কোথাও থেকে এসেছে!
এফবিআই ম্যাথু ওয়াইম্যান এর পেছনে লেগে ছিল যখন তার বয়স ছিল ১৫, কিন্তু অপ্রাপ্তবয়স্ক বলে সেসময় তাকে ছাড় দেয়া হয়েছিলো। কথায় বলে চোরের দশদিন আর সাধুর একদিন। দো ম্যাথিউ এখন ১১ বছরের জেলের সাজা ভোগ করতে যাচ্ছে।
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।