মানুষের সেবাই প্রকৃত ধর্ম। অন্যায়ের প্রতিবাদে ঝড় তোলা বাজপাখি হয়ে একাত্তরের চেতনা করি ধারণ।
(আপনারা এসব জানেন, কিন্তু সতর্ক নন)
এখানে এমন অনেকেই আছেন যারা ইন্টারনেটের অত্যন্ত কলঙ্কজনক দিক হ্যাকিং এর স্বীকার হয়েছেন। বিশেষতঃ ফেসবুক এবং ই-মেইল হ্যাকিং নিত্য ঘটনা। যারা হ্যাকিং এর স্বীকার হবেন তাদের জন্য আগাম সতর্কতা হিসেবে আমার এই পুস্ট।
টিপসগুলো কাজে লাগলে খুশি হব।
আসুন প্রথমেই জেনে নিই আপনার আইডি হ্যাকিং কেন হয়?
এখনো পর্যন্ত এমন কোন সফ্টওয়্যার বের হয়নি বা এতটা টেকনোলজিক্যাল উন্নতি হয়নি যাতে করে আপনার পাসওয়ার্ড কেউ সহজে জেনারেট করতে পারবে। আর হলেও আপনার ক্ষুদ্র একাউন্ট হ্যাক করার জন্য ওই প্রযুক্তি ব্যবহৃত হবে না। তাহলে কিভাবে হ্যাকিং হয় আপনার আইডি? জেনে নিন-
কারণ ১. আপনি কারো পিসিতে কখনো লগইন করলেন, কিন্তু সাইনআউট করে আসেন না (জেনে অথবা ভুলে)। সে যত কাছের মানুষই হোক আপনি নিরাপদ নন।
কারণ ২. সাইবার ক্যাফে থেকে যারা ফেসবুক বা ই-মেইল চেক করেন তারাও একই ভুল করেন।
কারণ ৩. এমন কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনাকে কোন কন্টেন্ট ফ্রিতে দেয়ার প্রলোভন দেখিয়ে আপনার ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে বলা হয়। আপনি যথারীতি তাই করেন আর দুইদিন পর মেইলে লগইন করতে গিয়ে দেখেন যে, আপনার পাসওয়ার্ড ভুল দেখায়।
শুধু ফেসবুক আইডি হ্যাকিং
এটা তখনই হয় যখন আপনার ফেসবুক আইডি'র পাসওয়ার্ড এবং ই-মেইলের পাসওয়ার্ড আলাদা। এবং হ্যাকার শুধুমাত্র আপনার ফেসবুক পাসওয়ার্ডটা উদ্ধার করতে পারে।
ফেসবুক এবং ই-মেইল হ্যাকিং
১. যখন আপনার ফেসবুক এবং ই-মেইল পাসওয়ার্ড আলাদা, আর হ্যাকার শুধু আপনার ই-মেইল এর পাসওয়ার্ড উদ্ধার করে। অথবা
২. যখন আপনার ফেসবুক এবং ই-মেইল পাসওয়ার্ড এক। আর হ্যাকার যে কোনটা উদ্ধার করে।
প্রতিরোধমূলক ব্যবস্থা
হ্যাকিং এর হাত থেকে বাঁচার জন্য আপনি ফেসবুকে ইমেইলের পাসওয়ার্ড ব্যবহার করবেন না।
প্রতিকারমূলক ব্যবস্থা
ক. শুধু ফেসবুক আইডি হ্যাকিং হলে
সমাধান: খুব সহজেই আপনি 'Forgot Password' অপশনটি ব্যবহার করে আপনার ইমেইলের মাধ্যমে হ্যাকারের নতুন পাসওয়ার্ডটি পেয়ে যাবেন।
খ. ফেসবুক ও ই-মেইল দু'টোই হ্যাকিং হলে
সমাধান:
জিমেইল: নিচের ছবি অনুযায়ী 'Can't access your account?'এ ক্লিক করুন।
এরপর নিচের ছবির মত একটা পেজ আসবে।
এখানে আপনার ইমেইল আইডিটা চাওয়া হবে। আপনি শুধু আইডি মানে @gmail.com এর আগের অংশটা লিখে 'submit' দিন।
এরপর Captcha টা দেখে টাইপ করুন।
তারপর নিচের ছবির মত একটা পেজ ওপেন হবে।
এখানে প্রথম অপশনটা সিলেক্ট করে continue দিলে আপনার সেকেন্ডারি ই-মেইল এড্রেস (যেটি আপনি এই একাউন্ট খোলার সময় দিয়েছেন) এ নতুন পাসওয়ার্ড চলে যাবে। তার মানে আপনি ঐ ই-মেইল একসেস করে আপনার এই আইডি টা উদ্ধার করতে পারছেন।
দ্বিতীয় অপশনটায় আপনি যখন মেইল আইডিটা খুলেছেন তখন আপনার কাছ থেকে যে 'Security Question' টা চাওয়া হয়েছিল তা জিজ্ঞেস করবে। এক্ষেত্রে বলে রাখা ভাল, আপনি যদি আপনার সেকেন্ডারি ই-মেইল এড্রেস ভুলে যান অথবা সেটি যদি আপনার নিজের না হয় (অনেকে সেকেন্ডারি ইমেইল হিসেবে বন্ধুরটা দিয়ে দেন) তবে দ্বিতীয় অপশনটা ব্যবহার করুন।
প্রশ্নটার উত্তর দিতে পারলেই আপনি আপনার আইডি পেয়ে যাচ্ছেন যদি হ্যাকার ইতিমধ্যে security question পরিবর্তন না করে থাকে।
তৃতীয় অপশনটি আপনাকে হেল্প করবে না।
* উল্লেখ্য,এখানে ফেসবুক=সামুব্লগ,হাই ফাইভ যে কোন থার্ড পার্টি হতে পারে।
* শুধু ফেসবুক এবং জিমেইলের উদাহরণ দিলাম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।