মাছ ধরার টোপের মতোই ইন্টারনেটে টোপ ফেলে হ্যাকাররা। 'আপনি পুরস্কার জিতেছেন' কিংবা 'ফ্রি অফার'-এর নামে স্পাম মেইল সম্পর্কে বেশ পরিচিত ইন্টারনেট ব্যবহারকারীরা। এতে হ্যাকাররা খুব সহজেই নিয়ন্ত্রণ নিতে পারে আপনার পিসি। এমনকি ওয়েবে আপনার স্বাচ্ছন্দ্য বিচরণে আড়িপেতে হ্যাক করতে পারে আপনার মেইলের সব গুরুত্বপূর্ণ তথ্য কিংবা হাতিয়ে নিতে পারে আপনার ওয়েবসাইটের নিয়ন্ত্রণ। হ্যাকারদের ব্যবহৃত বেশ কয়েকটি টুলসের কথা জানিয়েছেন ইউনিভার্সিটি অফ সুরিস-এর ডিপার্টমেন্ট অফ কম্পিউটিংয়ের ভিজিটিং প্রফেসর এলেন উডওয়ার্ড।
সম্প্রতি বিবিসিতে প্রকাশিত হ্যাকিংয়ের সাত ফাঁদ প্রতিবেদনে তিনি হ্যাকারদের কৌশলগুলো তুলে ধরেন।
অসচেতনতা : একটু সচেতন না হলে তথ্যপ্রযুক্তির ভাচর্্যুয়াল দুনিয়ায় আপনার নিয়ন্ত্রণ চলে যেতে পারে হ্যাকারদের কাছে। হয়তো কোথাও বেড়াতে যাওয়ার আগে আপনি বদলে নেন আপনার সুটকেসের কম্বিনেশন লক নাম্বার কিন্তু সেই আপনিই হয়তো ই-মেইল, ফেসবুক বা এমন কোনো ওয়েবসাইটের পাসওয়ার্ড বিষয়ে উদাসীন।
কৌতূহল : মানুষ মাত্রই কৌতূহলী। কোনো ওয়েবসাইটে যদি লেখা থাকে ‘Do Not Press’ সেখানেই মানুষ ক্লিক করে বেশি।
এ ধরনের লিংকে ক্লিক করতেই আপনার ইন্টারনেট উপস্থিতির নিয়ন্ত্রণ হ্যাকারদের কাছে চলে যাওয়ার ভয় থাকে।
ছাড় : ছাড়ের কথা শুনলেই আমরা একটু নড়েচড়ে বসি। এটা মানুষের সাধারণ আচরণের একটি। লোভনীয় পণ্যে ছাড়ের কথা শুনলেই তা নিয়ে শুরু হয় নানা অভিমত। অনুমান আর বাস্তবতার মধ্যে বিশাল ব্যবধান থাকায় প্রতারিত হন অনেকেই।
অভিজ্ঞতার অভাবে অনেকেই এ ছাড়ের ফাঁদে পড়েন।
মিষ্টি কথায় ভোলা : ইন্টারনেটে আমরা যা কিছু ব্যবহার করি তার অধিকাংশই অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে হয়ে থাকে। আর অপরিচিতদের সঙ্গে আলাপে মিষ্টি কথায় ভুললেই বিপদ। হয়ে যাবেন হ্যাকড।
লোভ : ইন্টারনেটে কোনো কিছুই ফ্রি নয়।
ফ্রি ডাউনলোড করতে দেওয়া সবকিছুর পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। অনেক সময় ভুয়া ডাউনলোড লিংকের কারণে ইউজার পড়ে যান বিপাকে।
অমনোযোগ : খুব কম মানুষই আছেন যারা ই-মেইলে কোনো লিংক এলে তা মনোযোগ সহকারে দেখেন। অযাচিত লিংকে ক্লিক করলেই ম্যালওয়্যার ছড়াতে পারে আপনার পিসিতে। ই-মেইলে নিরাপত্তার জন্য এসব লিংক চেক করে নিলে ক্ষতিকর প্রোগ্রাম থেকে রক্ষা পাবে পিসি।
- ইনফোটেক ডেস্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।