প্রগতিশীলতা আর নগ্নতা এক নয় মাইকেল মধুসূদন দত্ত বাংলাদেশের দুটি নদের এক্তি(কপতাক্ষ নদ) নিয়ে সুন্দর একটা সনেট লিখেছিলেন। কিন্তু আমার ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ যা বাংলায় অন্নতম নদ তা নিয়ে আজও কোন সনেট লেখা হয়নি।।তাই ময়মনসিংহের বাসিন্দা হিসেবে আমার একটি খুদ্র প্রয়াস এই সনেট। ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র হে নদ! আছো হৃদয়ে গেঁথে তোমার ও কলকল কর্ণপটে বিঁধে ছায়াঘেরা ঐ বনময় তীর রঙিলা কর্ণকুহরে বাজাইছে শুধু বেহালা শুকনো পাতার মর্মর ধ্বনি শুনিতে এক শিহরণ বয় যে তোকে স্মরিতে তোর শিয়রেই হেঁটেছি জীবনভর বিচ্ছেদ বেদনা সয় কি করে এ নর আবার আসিব ফিরে তোর ছায়াতলে তোকে স্মরি এ প্রবাসে ভাসি অশ্রুজলে আবার আসিব ফিরে আঁশে বক্ষ বাঁধি তোর নামে সম্বিত হারাই দিবারাতি কণ্টকময়য় প্রবাস কষ্ট চিরতর তোর পানে আসি উঠে সুখ দিবাকর। ।----------------------------------------------------------।; জানিনা এখানে সনেটের সঠিক নিয়ম অনুসৃত হয়েছে কিনা। তবে এটা জানি আমার প্রিয় নদের জন্য প্রথম সনেট আমিই প্রকাশ করলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।