আমি বাঙালি,বাঙলাকে ভালেঅবাসি অলিম্পিকের মৌসুম আসলেই বাংলাদেশকে হতাশ হতে হয়। কোন প্রকার পদক তো দুরের কথা সম্মানের সাথে বিদায় নেয়া আমাদের সম্ভব হয় না। ক্রিকেট নিয়ে অলিম্পিকে পদক জয় করার আশা কিছুটা করা যায়। তবে অলিম্পিক কমিটির মতিগতি দেখে বোঝা যায়, ক্রিকেটকে অলিম্পিকে নিতে তারা আগ্রহী নয়। তবে আমি কয়েকটি ইভেন্ট আবিষ্কার করলুম। যেগুলো অলিম্পিক কমিটি চালু করলে ঐ পাঁচটি ইভেন্টের ৫*৩=১৫টি পদক প্রাপ্তি বাংলাদেশের নিশ্চিত। ইভেন্টগুলো হলbr /> ০১. দৌড়ে বাসে ওঠা ০২.মাইক নিয়ে গলাবাজি ০৩. চা-পাতি নিয়ে কোপাকুপি ০৪.রাস্তায় বাস পোড়ানো ও ভাঙচুর ০৫.খানা খন্দে ভরা রাস্তায় ৫ কিলোমিটার দৌড় ০৬.ট্রাফিক আইন ভঙ্গ করে লক্ষস্থানে পৌছা। ০৭. ৫০ জনের মাঝে বিভিন্ন প্রকার শারিরীক কসরত প্রদর্শনপূর্বক অতিরিক্ত মানুষ ভ্রমণ আশা করছি আপনারা আমার সাথে সহমত পোষণ করবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।