গত আট বছরে অ্যাথলেটিকস ট্র্যাকে একটা দৃশ্য সাধারণ হয়ে ওঠেছে। উসাইন বোল্ট ১০০ কিংবা ২০০ মিটার স্প্রিন্ট জয় করে কিছুটা পেছন দিকে বেঁকে আকাশের দিকে আঙ্গুল তাক করেন দুই হাতে। ভঙ্গিটা সম্পূর্ণ বোল্টের নিজস্ব। আকাশের দিকে বাঁকা ভঙ্গিতে আঙ্গুল তাক করে উসাইন বোল্ট কি নির্দেশ করেন! পরবর্তী লক্ষ্যটাই কি! যদি তাই হয়, তবে গত শনিবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ২০০ মিটার স্প্রিন্ট জয়ের পর রিও অলিম্পিকের স্বর্ণটার দিকেই ইঙ্গিত করেছেন তিনি। বোল্ট অবশ্য নিজের লক্ষ্যের কথা বরাবরই বলেছেন, একজন কিংবদন্তি হওয়া।
২৬ বছর বয়সী জ্যামাইকান গতি তারকা অলিম্পিকে ৬টি এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৭টি স্বর্ণ জয় করে ইতোমধ্যেই যে কিংবদন্তি হয়ে গেছেন, তা বলার অপেক্ষা রাখে না। প্রশ্ন হলো, এই মাইলফলকটা তিনি কতদূর নিয়ে যাবেন। যুক্তরাষ্ট্রের কার্ল লুইস ১০০ মিটার স্প্রিন্ট, চার গুণিতক ১০০ মিটার রিলে এবং লঙ জাম্প থেকে ৮টি স্বর্ণ জয় করে রেকর্ড গড়েছেন প্রায় দুই যুগ হতে চলল। ২০০ ও ৪০০ মিটার এবং চার গুণিতক ৪০০ মিটার রিলে থেকে ৮ স্বর্ণ জয় করেছেন মাইকেল জনসন, তারও যুগ পেরিয়ে গেছে। উসাইন বোল্ট কার্ল লুইস এবং মাইকেল জনসনের ৮ স্বর্ণ জয়ের রেকর্ড স্পর্শ করেছেন কিনা, তা এতক্ষণে জানা হয়ে গেছে ভক্তদের।
গত রাতেই চার গুণিতক ১০০ মিটার রিলের ফাইনাল হয়ে গেছে। যদি স্বর্ণ জয় করে থাকেন বোল্ট, তা হবে ইতিহাসেরই এক সন্ধিক্ষণ। তবে এসব হচ্ছে বর্তমান। ভবিষ্যতের গল্পটাও শুনিয়েছেন উসাইন বোল্ট।
'আগামী অলিম্পিকে স্বর্ণ ধরে রাখাই আমার লক্ষ্য।
এমনটি অতীতে কেউই পারেনি। চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় করাটা অলিম্পিক স্বর্ণ জয়ের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। ' বোল্ট চ্যাম্পিয়নশিপেও জয়ের ধারা ধরে রাখতে চান। এর অর্থ, আগামী বেইজিং চ্যাম্পিয়নশিপেও (২০১৫) দেখা যেতে পারে বোল্ট আধিপত্য! ৩টি করে স্বর্ণ জয় করে উসাইন বোল্ট বেইজিং এবং লন্ডন অলিম্পিকে ছিলেন পাদ প্রদীপের আলোয়। রিও অলিম্পিকেও এ ধারা ধরে রাখতে চান তিনি।
তবে পদকের দিকে কখনোই দৃষ্টি দেন না বোল্ট। কেন দিবেন? দৌড়টা শেষ করার সময় যদি প্রতিপক্ষদের বেশ কিছুটা দূরে থাকতে দেখেন, তাহলে আর পদক নিয়ে চিন্তা করার প্রয়োজনই বা কি! গত শনিবারই যেমন কয়েক গজ এগিয়ে থেকেই ২০০ মিটার স্প্রিন্ট শেষ করেছেন তিনি। শেষ দিকে গতি অনেকটা কমানোর পরও টাইমিং করেছেন ১৯.৬৬ সেকেন্ড! স্বদেশি ওয়ারেন উইয়ার সিলভার জিতেছেন ১৯.৭৯ সেকেন্ড টাইমিং করে। যুক্তরাষ্ট্রের কার্টিস মিচেল ২০.০৪ সেকেন্ড টাইমিং করে জিতেছেন ব্রোঞ্জ! বোল্টের এ আধিপত্য অ্যাথলেটদের ওপর থেকে আরও একবার সন্দেহের দৃষ্টিটাও ঘুরিয়ে দিল। ডোপ কেলেঙ্কারির পর অ্যাথলেটদের প্রতি অনেকেরই বিশ্বাস ওঠে গিয়েছিল।
বোল্ট কথা দিয়েছিলেন, বিশ্বাস ফিরিয়ে আনার। কথা রেখেছেন বোল্ট। বোল্ট রিও অলিম্পিকে লঙ জাম্পেও প্রতিযোগিতা করবেন, এমন একটা গুজব দীর্ঘদিন থেকেই চলছিল। এবার এ গুজবটা উড়িয়ে দিলেন বোল্ট। 'আমি কেবল ট্র্যাকের ওপরই দৃষ্টি দিতে চাই।
লঙ জাম্পে গিয়ে আমি ইনজুরিতে পড়তে চাই না। আমি সিদ্ধান্ত নিয়েছি, লঙ জাম্পে প্রতিযোগিতা করব না। '
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।