আমাদের কথা খুঁজে নিন

   

অলিম্পিকে সাফল্য নিয়ে চিন্তিত নন বোল্ট

সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদরদপ্তরে প্রেসিডেন্ট সেপ ব্লাটারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ১০০ ও ২০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ডের মারিক বোল্ট। এরপর তিনি রয়টার্সকে বলেন, “জীবনে আপনি যা চান, সব সময় তা পাবেন না। ”
এক সপ্তাহ আগে ২৭ বছরে পা দেয়া এই অ্যাথলেট বলেন, “আমি যদি রিওতে যাই এবং তা যদি না ঘটে (শিরোপা ধরে রাখা), আমার তা মেনে নিতে হবে। কারণ দিনে দিনে আমার বয়স হচ্ছে; আর অনেক ভালো মানের অ্যাথলেট উঠে আসছে। ”
তবে রিও ডি জেনিরোতে টানা তিনটি আসরে ১০০ ও ২০০ মিটার দৌড়ের শিরোপা ধরে রাখার অনন্য উদাহরণ গড়তে চেষ্টার যে কোনো ত্রুটি থাকবে না তাও জানালেন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ আটটি সোনার মালিক বোল্ট।


“একজন অ্যাথলেট হিসেবে আপনি সবসময়ই সীমা ছাড়িয়ে যেতে চাইবেন। আমিও সবসময় এ চেষ্টা করেই যেতে থাকবো। আমি পেলে, ম্যারাডোনা আর মাইকেল জনসনের মতো সেরা অ্যাথলেটদের মতো স্মরণীয় হয়ে থাকতে চাই। ”
এর আগে জুরিখে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার সদরদপ্তরে পৌঁছলে বোল্টকে ব্রাজিলে ২০১৪ সালের বিশ্বকাপের মাসকট ও ফাইনালের টিকিট উপহার দেন সেপ ব্লাটার।
বৃহস্পতিবার জুরিখ ডায়মন্ড লিগে অংশ নেবেন বোল্ট।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.