আমাদের কথা খুঁজে নিন

   

অলিম্পিকে টিকে থাকলো কুস্তি

২০১২ সালের লন্ডন অলিম্পিকের ২৬টি ক্রীড়ার জনপ্রিয়তাসহ বিভিন্ন বিষয় যাচাই করে গত ফেব্রুয়ারিতে কুস্তিকে বাদ দেয়ার সিদ্ধান্ত হয়েছিল। সে অনুযায়ী ব্রাজিলের রিও ডি জেনিরোতে ২০১৬ সালের আসরের পরই অলিম্পিক থেকে বিদায় নেয়ার কথা ছিল প্রাচীন অলিম্পিকের এই ক্রীড়াটির।
রোববার গোপন ইলেক্ট্রনিক ব্যালটে কুস্তিকে অন্তর্ভূক্ত করার পক্ষে পড়ে ৪৯ ভোট। বেসবল/সফটবল পায় ২৪ ভোট আর স্কোয়াশের পক্ষে পড়ে ২২ ভোট।
আইওসির বিদায়ী সভাপতি জ্যাক রগ ফলাফল ঘোষণা করলে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাসোসিয়েটেড রেসলিং স্টাইলসের (ফিলা) কর্মকর্তারা আনন্দে ফেটে পড়েন।


২০০৮ সালের বেইজিং অলিম্পিকে শেষ বারের মতো ছিল বেসবল/সফটবল। আইওসিতে এ দুটি ক্রীড়ার পক্ষে যুক্তি উপস্থাপকদের দলে ছিলেন কিউবার সাবেক নেতা ফিদেল কাস্ত্রোর ছেলে আন্তনিও কাস্ত্রোও। কিন্তু আবার অলিম্পিকের অংশ হতে পারলো না যুক্তরাষ্ট্র, কিউবা ও জাপানে জনপ্রিয় এই খেলাটি।
আর অলিম্পিকের অংশ হতে স্কোয়াশের চেস্টা তৃতীয়বারের মতো ব্যর্থ হলো।
লন্ডন অলিম্পিকে কুস্তির গ্রোকো-রোমান ও ফ্রিস্টাইলের ১৮টি সোনার জন্য লড়াই করে ৩৪৪ জন অ্যাথলেট।

রাশিয়া ও জাপান পায় চারটি করে সোনা। ইরান জেতে ৩টি সোনা। দুটি করে সোনার পদক জেতে যুক্তরাষ্ট্র ও আজারবাইজান।
১৮৯৬ সালে এথেন্সে আধুনিক অলিম্পিকের প্রথম আসরে ছিল কুস্তি। এরপর প্যারিসের দ্বিতীয় আসর  ছাড়া এ পর্যন্ত সব অলিম্পিকে ছিল প্রাচীন ক্রীড়াটি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.