আমি কেবলই আমার মতো বেশ কয়েকদিন পরে ব্লগে এলাম। অবশ্য না আসার কারনগুলো অনেক। ক্রমেই ব্লগের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছি। আগে যখন শুধু পাঠক হিসেবে ব্লগে এসে খুটিয়ে খুটিয়ে ব্লগ দেখতাম, বিভন্ন ব্লগারের লেখা পড়তাম তখনই বরং বেশি মজা লাগতো। কিন্তু যেই নিজেই ব্লগার/লেখক হওয়ার বাসনায় আইডি ওপেন করলাম সেই থেকে ব্লগ কেমন যেন কষ্ট দেওয়া শুরু করলো।
তারপরে যতবারই নিজের আইডি ওপেন করেছি আর হতাশায় আচ্ছন্ন হয়েছি। নিয়ম মোতাবেক জেনারেল/সেইফ না করায় আরো হতাশ। তারপরে ঠিক ৪মাস ২ সপ্তাহ পরে সেইফ হলাম। মডারেটরদের ধন্যবাদও জানালাম।
তারপরে প্রথমে স্বিদ্ধান্ত নিলাম এখন কিছুদিন ধীরে চলো নীতিতে আগাবো।
বিভিন্ন পত্রিকা থেকে কিছু লিঙ্ক শেয়ার করলাম। এখানে নিয়মের বরখেলাপ করেছি কিনা আমি জানিনা। অথচ হঠাৎ একদিন দেখলাম আমি 'ব্লক'। মেইল ওপেন করে মেসেজও দেখলাম ঘটনা সত্যি আমি 'ব্লক'। অবশ্য সেখাও উল্লেখ ছিল যে, নিদ্দিষ্ট কয়েকদিন পরেই 'ব্লক' মুক্ত করে দেওয়া হবে।
অগত্যা আমি কারন জানতে চেয়ে মেইল করলাম। কিন্তু কোনো উত্তর পাইনি। আবারও অপেক্ষার শুরু। কিন্তু মডুদের উল্লিখিত নিদ্দিষ্ট দিন কতক পার হলেও আমাকে ব্লক মুক্ত করা হয়নি। হতাশার চুড়ান্ত হলাম।
মডুদের প্রতি আস্থাও হারালাম। অবশেষে একদিন আমাকে ব্লক মুক্ত করা হলো। কিন্তু যেই তিক্ত অভিজ্ঞতা প্রাপ্ত হয়েছি সেটা কী ভুলে যাওয়া সম্ভব? কখনোই না।
আমি প্রথম থেকেই নিজের নামে আইডি খোলার পক্ষপাতি। কোনোরকম হাইড নামে ব্লগিং আমি এড়িয়ে চলি।
কেননা, যা বলবো সেটার সবার সামনেই নিজের নামেই বলা উচিত। বলতে না পারা ভালো কোন কাজ নয়। আমিও সেই বিশ্বাস ও ভাবনা থেকেই নিজের নাম ও ছবি দিয়েই আইডি খুলেছি। আমি জানিনা, এটাই আমার ভুল বা অন্যায় কিনা! কারন, দেখা যায় বেশিরভাগ অধিক পরিচিত ব্লগারই কী সব নামে ব্লগিং করে। হয়ত এটা হাল আমলের ডিজুস বা আর জ়ে ঘরানার প্রভাব।
কারো ভালো লাগলে সে তো করবেই। এখানে ব্যক্তি স্বাধীনতাই প্রধান বিষয়। তবে আমার পক্ষ থেকে সবাইকে ব্লক মুক্ত হওয়ার পরে ধন্যবাদ জানিয়েছি এবং আজও শুভকামনা জানাই। একজন মানুষের যেমন নিদ্দিষ্ট কোন ভালো কাজের ভিত্তিতে মুল্যায়ন করা অনুচিত বরং তার সমগ্র জীবনের যোগফলের ভিত্তিতেই মুল্যায়ন করতে হয়। সামু'র বেলায়ও সেটা প্রযোজ্য।
আমি মাত্র এলাম। এর আগে অনেকেই এসেছে চলেও গেছে। সামু ঠিকই আছে এবং পথ চলছে। কাজেই এখানে এবং এখনই পুরো মুল্যায়নের সুযোগ নেই। অথবা কোন ব্যক্তিবিশেষের মুল্যায়নের সুযোগই নেই।
সেজন্য সামু'র প্রতি বাধ্যগত আস্থা বজায় রাখলাম!
আমার আজকের এই পোষ্টের মাধ্যমেই গত জুলাই মাসের ১৮ তারিখ থেকে বাংলাদেশের অনলাইন পত্রিকা জগতে নতুন সংযোজন bbarta24.com বা বিবার্তা২৪ডটকম নামক অনলাইন পত্রিকাটিকে শুভেচ্ছা জানাই। 'সারাবেলা সবার আগে সব খবর' এই স্লোগানকে সামনে নিয়ে পরীক্ষামুলক প্রকাশনা অব্যহত রয়েছে। আশাকরি খুব শীঘ্রই পূর্ণ আঙ্গিকে ও পূর্ণ উদ্যেমে আমরা দেখতে পাবো। প্রত্যাশা থাকবে এই পত্রিকাটি আমাদের হাজার বছর মতান্তরে কয়েক হাজার বছরের সাংস্কৃতিক চেতনা ও বাংলা ভাষা ভিত্তিক বিকশিত বাঙালি জাতীয়তাবাদ এবং মহান মুক্তিযুদ্ধের পূর্ণ প্রতিনিধিত্ব করবে। বিবার্তা২৪ডটকম এর পথচলা শুভ হোক।
এর সম্পাদক আমার স্নেহাস্পদ বাণী ইয়াসমিন হাসির নতুন উদ্যোগ বিবার্তা টোয়েন্টিফোরডটকম নামক অনলাইনের যাত্রা দীর্ঘ থেকে দীর্ঘতর হোক।
কারো সম্পদের পাহারাদার নয় এই আস্থা স্থাপনে নতুন চালু করা এই অনলাইনটি একটু ব্যতিক্রমী হবে এটাও প্রত্যাশা করি।
আমার জানামতে, এখানে রয়েছে তারুণ্যের তাজা রক্তের প্রবাহতা। একঝাক উচ্ছল ও উজ্জ্বল তরুনের উদ্যেগ, তাদের লক্ষ্যপানে যেতে যে কোনো অন্তরায়কে তুচ্ছ জ্ঞান করবে এতে আমার অন্তত কোন সন্দেহ নাই। তাই বিশ্বাস রাখতে চাই, শত বাধা বিপত্তিকে জয় করেই এগিয়ে যাবে।
আমি মনে করি, গোপন কোন স্বার্থের রক্ষক না হলে উপরন্তু বাধা আসলে বাধবে লড়াই এমনতর তেজোদীপ্ত কলমযোদ্ধাদের রুখবে এমন সাধ্য কার! এইসব অত্যান্ত সহজ ও সরল সমীকরনের যোগফলের ভিত্তিতে স্বাভাবিকভাবেই স্বিদ্ধান্তে পৌছা যায়, অন্যায়ের শেকল ভেদ করে সোনালী দিন আসবেই। এবং সেই সোনালী দিনের প্রত্যুষে আমরা মেরামত করবো আমাদের চেতনায় নীল যাওয়া ক্ষতগুলো।
শুভকামনা নিরন্তর।
শুভকামনা উদ্যেক্তাদের জন্যে। শুভকামনা বিবার্তা২৪ডটকম অনলাইনের জয়যাত্রায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।