শিখতে চাই আজ বাবাকে খুব মনে পড়ছে। আমার বাবা ছিলেন একজন সৎ পুলিশ অফিসার। চাকুরি জীবনে বাবা সৎ থাকার কারণে উপরের মহল থেকে অনেক প্রশংসা পেয়েছেন। আমরা চার ভাই, আমার মা,দাদি এবং বাবা এ সাত নিয়ে আমাদের সংসার। উপার্জনের লোক ছিলেন বাবা একজনই।
বাবার একজনের উপার্জন দিয়ে আমাদের চার ভাইয়ের লেখাপড়া, দাদির ঔষধ খরচ এবং সংসার চলত। বলতে গেলে অনেক কষ্ট করে সংসার চালাতে হয়েছে আমার মাকে। বাবা চাইলে একজন পুলিশ অফিসার হিসেবে অনেক বারতি উপার্জন করতে পারতেন। কিন্তু আমার বাবা বলতেন, কষ্ট করে টাকা উপার্জন করার মধ্যে যে তৃপ্তি অন্যকিছুতে তা হয় না। আজ অসৎ উপায়ে টাকা উপার্জন করে আমি যদি মারা যাই, তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? বাবার এ কাজের জন্য আমার মা গর্ববোধ করতেন এখনো করেন।
ভাবতে ভালই লাগে এবং গর্ব বোধ করি এমন বাবার সন্তান হতে পেরে। কষ্ট হয় তখনি যখন মনে হয় বাবা আমাদের মাঝে নেই।
আমার বাবা ধুমপান করতেন। আমার মা বাবাকে ধুমপান ত্যাগ করার জন্য অনেক বার বলেছেন। কিন্তু আমার বাবা কারো কথা শুনেননি।
একদিন বাবা হঠাৎ অসুস্থ্ হয়ে পড়লে আমরা বাবাকে নিয়ে হাসপাতালে যাই। ডাক্তার পরীক্ষা করে বললেন,ওনার হার্টে সমস্যা দেখা দিয়েছে ওনাকে ধুমপান ত্যাগ করতে হবে। তখন বাবা ধুমপান ছেড়ে দিবে বলে ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ীতে চলে আসেন। এরপর বাবাকে আর কখনো ধুমপান করতে দেখিনি। এর ঠিক ছয়মাস পর বাবা আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাই।
তখন ডাক্তার পরীক্ষা করে বললেন ওনার হার্টে তিনটা ব্লগ ধরা পড়েছে এবং েপ্রসার লো হয়ে যাচ্ছে। আমরা ডাক্তারকে জিেজ্ঞস করলাম এখন উপায় কি? ডাক্তার বললেন, আল্লাহকে ডাকুন আমরা চেষ্টার ত্রুটি করতেছি না। আমরা সবাই হাসপাতালের বারান্দায় বসে আছি। জীবনের সাথে দীর্ঘ পাঁচঘন্টা যুদ্ধ করার পর বাবা দুনিয়ার মায়া ত্যাগকরে না ফেরার দেশে চলে গেলেন নিরবে। পরে ডাক্তারের কাছ থেকে জানতে পারলাম বাবার প্রেসার লো থেকে হাই করা সম্ভব হয়নি।
যার কারণে ওনাকে বাঁচানো যায়নি। আরো জানতে পারলাম বাবা ধুমপান বন্ধ করেননি। আমাদের কারো সামনে ধুমপান না করলেও তিনি লুকিয়ে ধুমপান করতেন। যার কারণে বাবা অকালে মৃত্যুবরণ করলেন। মৃত্যুকালে বাবার বয়স হয়েছিল ৫০বছর।
ধুমপানের জন্য আমরা আমাদের বাবাকে অকালে হারিয়েছি। তাই সবার কাছে অনুরোধ, ধুমপান থেকে এবং নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন যাতে অকালে এভাবে কাউকে চলে যেতে না হয়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।