তোমাকে ধন্যবাদ পিতা.......
ছায়া দেয়া মহীরুহ;
প্রাচীন বৃক্ষের প্রজ্ঞা ধারণ করে ছিলে এতোকাল;
বিধাতার ছেড়ে যাওয়া আঙুল ছুঁয়ে,
কব্জির দৃঢ় বাঁধনে আটকে রেখেছিলে তাই।।
শৈশবের ব্যতিব্যস্ত প্রশ্নবাণেও
তোমার মুখখানি সদা জ্যোতির্ময়;
কৈশোরের দুরন্ত প্রহরে,
দূর কোন প্রহরীর তীক্ষ্ণতা।
যৌবনের উদ্ধত দৃষ্টিকে
তুমি এড়িয়ে গেছো সযতনে;
পাছে আহত হয় বুঝি,
সন্তানের অহং!
পিতার শংকাকে-
স্বস্নেহে দিয়েছো কাঁধ ,
বহন করেছো গুরুভার।
নিরবে ছায়া রেখে পত্রহীন;
রেখাচিত্রের বাঙময়তায় মলিনতা ছিলনা কোথাও।
যখন চলে গেলে......
বুণে গেছো রক্তবীজ;
একটি চক্রের,
অন্য প্রজন্মের;
আরেকটি পিতার।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।