আমাদের কথা খুঁজে নিন

   

বাবাকে

কবিতা এখন অস্ত্রের অধিকার

প্রিয় বাবা, জানি তুমি আমাকে অনেক ভালোবাসো । কিন্তু আমি আর একবার কবিতা লিখতে চাই যখন ডানা ভাঙ্গা অচিন পাখি কাতরায়, ঢাকার রাজপথে । তুমি বলেছ, ভয় হয় । কিন্তু কী করে এ্যারাই , মৌলবাদ, সাম্রাজ্যবাদ শকুনজোট ধাওয়া করে ফেরে সভ্যতা, সুকুমার সমাজ, ভালোবাসা । মনে কর সেদিন তুমিও বন্দুকের নলই ক্ষমতার............ আজ তোমাদের সেই ধূসর সন্ধ্যা, গাঢ অন্ধকার কিছু ভুল, কিছু সুবিধাবাদের বিষফল । তাই, শুধু অশ্রুতে আজ আর ভিজবে না পাষান চাই উষ্ণ রক্ত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।