আমাদের কথা খুঁজে নিন

   

ন্যাংটা পাগলের স্বপ্ন

আমার এক দোস্তর লগে দেহা। আমার যহন দোস্ত তাইলে তো আর কইতে হইবো না হেয় কি। তাই না। হেয় ও পাগল। তয় এট্টু বেশি।

হেয় ন্যাংটা পাগল। দোস্ত আইসা কইতাছে, হেয় নাকি স্বপ্ন দেখছে। জিগাইলাম কি স্বপ্ন। কয়, এক ফেরেশতা নাকি আইছিলো, তারে প্রধান মন্ত্রী বানাইতে চায়। তয়, একটা শর্ত আছে।

তারে খালি জামা কাপড় পড়তে হইবো। তাই আমার দোস্ত বড় চিন্তিত হইয়া আমার কাছে আইছে। জামা কাপড় পইড়া প্রধানমন্ত্রী হইয়া যাইবো কি না। তারে কইলাম, এই কাম ভুলেও করিস না। তুই জামা কাপড় পইড়া ফালাইলে পুরাই পাগল হইয়া যাবি।

দোস্ত আমার খুশি মনে গেল গা। কি রে পাগলা, ঠিক বুদ্ধি দিছি না। হাহ হাহ হা। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.