সম্প্রতি ইয়াহু অফিসে হামলা করেছে সাইবার অপরাধীরা। আর এই হামলায় প্রায় সাড়ে চার লাখ অ্যাকাউন্টের লগ-ইন তথ্য হাতিয়ে নিয়েছে তারা। শুধু তাই নয়, এসব অ্যাকাউন্টের পাসওয়ার্ডও প্রকাশ করে দিয়েছে তারা। এই বিপুল পরিমাণ পাসওয়ার্ড থেকে দেখা যায়, একই ধরনের পাসওয়ার্ড অনেকেই ব্যবহার করে থাকেন। আর এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহূত পাসওয়ার্ড হিসেবে পাওয়া গেছে ‘123456’।
এ ছাড়া সবচেয়ে বেশি ব্যবহূত শীর্ষ দশ পাসওয়ার্ডে দ্বিতীয় স্থান পেয়েছে স্বয়ং ‘password’ শব্দটি। শীর্ষ দশের বাকি পাসওয়ার্ডগুলো হচ্ছে ‘welcome’, ‘ninja’, ‘abc123’, ‘123456789’, ‘princess’, ‘sunshine’, ‘12345678’ এবং ‘o’। এ ছাড়া ‘qwert’ পাসওয়ার্ডটি পেয়েছে একাদশ স্থান। বিশ্লেষকরা জানিয়েছেন, এ ধরনের সহজ পাসওয়ার্ড সহজেই হ্যাক হয়ে যেতে পারে। তাই পরিচিত এবং সাধারণ শব্দগুলোর পরিবর্তে ব্যতিক্রমধর্মী শব্দ বা শব্দগুচ্ছ এবং সেই সাথে ফাঁকে ফাঁকে সংখ্যা ব্যবহার করা উচিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।