আত্মনির্ভরশীল,দুর্নীতি-স্বজনপ্রীতি মুক্ত একটি শিল্পোন্নত আধুনিক সুশিক্ষিত বাংলাদেশ আমরা তরুনরাই গড়ে তুলতে পারি। আর সে জন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। আমার সবচেয়ে সবচেয়ে প্রিয় ব্যন্ড Lamb of God যারা এটার সম্পর্কে বিস্তারিত জানতে চান এইখানে চাপ দেন আজকে আমি বলবো কেন এটা আমার এত প্রিয়।
আমি যখন ইন্টার পরীক্ষা দেয়ার আগে মডেল টেস্ট দিচ্ছি,তখন আমার মাথায় হেভি মেটালের ভূত চাপে। তখন আমি পাগলের মত হেভি মেটালের স্বাদ মিটাতে পারতো না।
ডেমু বরগির,বেহেমথ,স্লিপনট এর মত ব্যন্ড গুলার সাউন্ড খুব বেশি কর্কশ লাগতো, আবার লিঙ্কিন পার্ক,ইন ফ্ল্যামস এসকল ব্যান্ডের গান মনে হত হালকা। এরই মধ্যে ডিস্টার্বড,চিলড্রেন অব বডম,মেশিনহেড,সিম্ফোনি এক্স এদের গান ভাল লাগতে শুরু করে, কর্ন,আয়রন মেইডেন,মেটালিকার গানও অল্প অল্প শুনতাম।
এরই মধ্যে এক বন্ধু আমাকে ল্যাম্ব অব গড এর 'ওয়াক উইথ মি ইন হেল" গানটা দেয়। এটার ইন্ট্রো তে গিটারের কাজটা শুনেই আমার মাথা মোটামুটি খারাপ হয়ে যায়। আমি পাগলের মত এদের অন্যান্য গান খুঁজতে থাকি।
বিভিন্ন তালিকা দেখে 'লেইড টু রেস্ট', 'রেড নেক', 'রুইন' এই গান গুলা ডাউনলোড করে শুনি। কিন্তু সেরকম মজা পাইনি। এরপরই পাই 'অ্যাসেজ অব দ্য ওয়েক' এলব্যামটা। টু বি অনেস্ট, এটার প্রত্যেকটি গান আমার ভালো লাগসে। এখনো এটার 'আওয়ার গ্লাস','ব্লাড অব স্ক্রাইব', 'নাউ ইউ হ্যাভ সামথিং টু ডাই ফর' ,'হোয়াট আই হ্যাভ বিকাম'এ গান গুলা অনেক বার শুনা হয়।
তবে বিশেষ ভাবে 'অ্যাসেজ অব দ্য ওয়েক' নামের টাইটেল ইন্সট্রুমেন্টাল গানটা কম করেও হাজার বার শোনা হয়েছে। এই অ্যালবামের সাউন্ড কোয়ালিটি অসাধারণ। গ্রুভ মেটালের মজাটা এখানে পাওয়া যায় পুরা। গিটার,ড্রামসের আওয়াজ কেমন পেলব,মোটেও কানে লাগেনা।
তবে স্যাকরামেন্ট এলবামটা তাদের সবচেয়ে ব্যবসা সফল ।
এখানে কয়েকটা প্রিয় গানের নাম দিলামঃ
১। ভিগিল- এটার মাঝখানে অসাধারণ একটা গিটার রিফ আছে।
২। রেডনেক- এটা প্রথমে ভাল লাগেনাই,বাট এটার অসাধারণ মিউজিক ভিডিও দেখে পরে এ গানটা প্রিয় হয়ে যায়,এটার মধ্যেও দারুন একটা রিফ আছে
৩। ডিসেন্ডিং- অসাধারণ ইন্ট্রো,অসাধারন মিউজিক
৪।
ফুট টু থ্রোট,সেট টু ফেইল-হেভি মেটাল আর টেম্পোর স্বাদ পাওয়া যাবে এ দুটোতে
৫। প্যাথেটিক- অসাধারণ এপিক একটা গান
৬। রিক্লেমেশন,গ্রেস-দারুন মেলোইডিক গিটারের ইন্ট্রো
এছাড়াও এগেইন উই উইল রাইজ,ইন ইউর ওয়ার্ডস আরো অনেক গান আছে। এখানে আরো অনেক কথা আলোচনা করার ইচ্ছা আছে। ইন্টারেস্টেডরা এটাতে চোখ রাখতে পারেন,আরো আপডেট দিবো... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।