আমাদের কথা খুঁজে নিন

   

যন্ত্রনা

কী ব্যথায় কাঁদে দুনয়ন কী অনুতাপে, কেনো দীর্ঘ নিঃশ্বাসে- বুকের পাজর ভাঙ্গে... কিসের শূন্যতায়, নিঃস্ব আর একাকীত্বতায় দিশেহারা নিরুদ্দেশ পথের পথিক। চোখের সামনে আহত হলো রক্ত-মাংশ আলাদা হয়ে ছিঁটকে পড়লো ধূলায়... তুমি চেয়ে চেয়ে দেখলে, কী নির্মম কী নিষ্ঠুরতায় মন বেঁধেছো তুমি ! বিহঙ্গের শূন্য বুক ভর দুপুরে দাবানলে পুড়ে, জল তৃষ্ণায় দাপাদাপি করে। বিন্দু জলের কণা উত্তপ্ত রোদ শুষে নিয়ে যায় বিহঙ্গের বুক-ফাঁটা চিৎকার পাহাড়ে-পর্বতে প্রতিধ্বনী হয়ে বাজে। ছিলো তো সব কিছু এতো কৃপণ কেনো হলে এতো নির্দয় তুমি কী করে হলে ! খোদার কথাও ভুলে গেলে- যে দিয়েছে কেঁড়ে নিতে কতক্ষণ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।