আমাদের কথা খুঁজে নিন

   

সরকার মেতেছে লুটপাটের নেশায় !

পরবর্তী জাতীয় নির্বাচনে নিশ্চিত ভরাডুবি। ৫ বছর রাস্তায় মিছিল মিটিং করে তো কাটাতে হবে! কেঊ তো আর বস্তা ভরে টাকা দিয়ে যাবে না। তো কি করা যায়? শুরু করো লুটপাট আর দুর্নীতি। প্রথমে সহজেই কোন জায়গায় টাকা পাওয়া যায়? সরকারের চোখ পড়লো গিয়ে শেয়ার বাজারে। সব বড় বড় খেলোয়াড় যারা কয়েকবছর আগেও লসে কোম্পানী চালাতো তাদের আঙ্গুল ফুলে কলাগাছ হলো।

লোটাস কামাল, কর্ণেল ফারুক, সালমান এক রহমান, আবুল হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে চলে গেল, আর অর্থমন্ত্রী সেমিনারে মুড়ি চিবাতে চিবাতে থুতু ছিটিয়ে বলেন সব 'রাবিস'। শোনা যায় মুহিত সাহেব নাকি ১০% ছাড়া অর্থ বরাদ্দও দেন না। আর কোটি টাকার মালিকানা তো আছেই। শেয়ার বাজার লুটপাট শেষ, এবার চোখ পড়ল বিভিন্ন কোম্পানীর উপর আর টেন্ডারের উপর। আবুল সাহেব টেন্ডার প্রতি ২০% এর নিচে খান না।

লোটাস কামাল তো টাকা ঢুয়ে কুল পায় না। কর্ণেল ফারুকের বিদ্যুৎ কোম্পানী এখন অনেক লাভ করে। আর সালমান এফ রহমান এর কথা নাই বা বললাম। এসব কথা পেপার পত্রিকায় ঢের পাওয়া যায়, এবং সবাই জানেন। আরও ২৫০ এমপির কর্মকান্ড তো আমাদের জানার বাইরে।

ছোট জিনিস এত সহজে চোখে পরে না। বর্তমানে সরকারের চোখ পড়েছে তেল কোম্পানী আর ডেচটিনির উপর। শুনলাম এই কোম্পানীগুলো লোপাট করতে পারলে নাকি জনগনণের হাজার কোটি টাকা লুট করা যাবে। মাঝে মাঝে ভাবি কোন দেশে বাস করি? সরকার এখানে রক্ষক, না ভক্ষক? . . . . . . ??? দেশে হাজারো সমস্যা। দারিদ্রতা, দুর্নীতি, নিরক্ষর জনগোষ্ঠী, এত সমস্যা থাকতে তারা তত্ত্বাবধায়ক, স্বাধীনতার ঘোষক আর যুদ্ধাপরাধী নিয়ে বিরোধী দলের সাথে বাকযুদ্ধেই ব্যস্ত।

সত্যিই মাঝেমাঝে দুঃখও লাগে আবার হাসিও পায়। দেশটা একমাত্র চলছে আল্লাহর পরম দয়া আর রহমতেই। এছাড়া আর কোন কারণ দেখি না . . . . . ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.